পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার কথা ব্যবস্থা নয়—তার উঠা পড়া আছে ; সে তার লজ্জার হেতু নয়, সেই তার গতির চিহ্ন, তার শক্তির ধারা। তখনি সে কেবল উচু হয়ে থাকতে চায় যখন জমে বরফ হয়ে উঠে। তেমনি আমাদের এও যদি একট। Movement,পরাধীন দেশের একটা অভিনব গতিবেগ, তা হ’লে উঠা-নামার আইন একেও মেনে নিতে হবে, নইলে চলতেই পারবে না। কিন্তু সঙ্গে যারা চলবে তাদের রসদ যোগান চাই । রসদ না পেয়েও এতদিন কোনমতে খুড়িয়ে খুড়িয়ে চলেছি, কিন্তু এখন আমরা ক্ষুধিত, ক্লান্ত, পীড়িত,—আমাদের বিদায় দিয়ে নতন যাত্রী আপনারা মনোনীত করে নিন।*

  • ১৯২২ সালের ১৪ই জুলাই হাবড় জিলা-কংগ্রেস কমিটির সভাপতিত্ব পরিত্যা কালে পঠিত অভিভাষণ ।

S X