পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষার বিরোধ আর একটা কথা বলেই আমি এবার এ প্রবন্ধ শেষ কোরব । সময়ের অভাবে অনেক বিষয়ই বলা হোল না,—কিন্তু এই অবাস্তর কথাটা না বলেও থাকতে পারলাম না যে, বিদ্যা এবং বিদ্যালয় এক বস্তু নয় ; শিক্ষা ও শিক্ষার প্রণালী এ দু’টাে আলাদা জিনিষ । স্বতরাং কোন একটা ত্যাগ করাই অপরটা বর্জন করা নয়। এমনও হতে পারে বিদ্যালয় ছাড়াই বিদ্যালাভের বড় পথ । আপাতদৃষ্টিতে কথাটা উন্টে মনে হ’লেও সত্য হওয়া অসম্ভব নয় । তেলে জলে মেশে না, এ দু’টো পদার্থও একেবারে উণ্টে, তবু তেলের সেজ জালাতে যে মানুষ জল ঢালে সে কেবল তেলটাকেই নিঃশেষে পুড়িয়ে নিতে। যারা এ তত্ত্ব জানে না তাদের একটু ধৈর্য্য থাকা ভাল *

  • ১৩২৮ সালে ‘গৌড়ীয় সৰ্ব্ববিদ্যা আয়তনে পঠিত।

8&