পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতিকথা অল ইণ্ডিয়া কংগ্রেস কমিটার মিটিং উপলক্ষ্যে কোথাও দূর পাল্লায় যাইবার প্রয়োজন হইলেই আমার কেমন দুর্ভাগ্য, ঠিক পূৰ্ব্বক্ষণেই আমার কিছু না কিছু একটা মস্ত অসুখ করিত। সেবার দিল্লী যাইবার আগের দিন দেশবন্ধু আমাকে ডাকিয়া কহিলেন, কাল আপনার সঙ্গে উৰ্ম্মিল যাবেন। আমি বলিলাম, যে আজ্ঞ, তাই হ’বে । দেশবন্ধু কহিলেন, হ’বে ত বটে, কিন্তু সন্ধ্যার পরে গাড়ী, কাল বিকাল নাগাদ আপনার অসুখ করবে ব’লে মনে হচ্ছে না ত ? আমি বলিলাম, স্পষ্টই দেখা যাচ্ছে, শত্রপক্ষীয়রা আপনার কাছে আমার দুনর্গম রটনা করেছে। তিনি কহিলেন, তা’ করেছে বটে, কিন্তু আপনি বিছানায় শোন, এরূপ সাক্ষ্য প্রমাণও ত কই নেই! আমার সেই ছেলেটির কথা মনে পড়িল । সে বেচারা বি, এ পৰ্য্যন্ত পড়িয়াও চাকুরী পায় নাই। বড়বাবুর কাছে আবেদন করায় তিনি রাগিয়া বলিয়াছিলেন, যাকে চাকরী দিয়েছি, তার কোয়ালিফিকেলুব্লিশ, সে বি, এ ফেল। প্রত্যুত্তরে ছেলেটি সবিনয়ে নিবেদন করিয়াছিল, আজ্ঞে, এক্জামিন দিলে কি আমি তার মত ফেল করতেও পারতাম না ! আমিও দেশবন্ধুকে বলিলাম, আমার যোগ্যতা অল্প, তার। আমাকে নিন্দ করে জানি, কিন্তু আমার শু’য়ে থাকৃবার যোগ্যতাও নেই, এ অপবাদ আমি কিছুতেই নিঃশব্দে মেনে নিতে পারব না। দেশবন্ধু সহাস্তে কহিলেন, ন, আপনি রাগ করবেন না, আপনার সে যোগ্যতা তারা মুক্তকণ্ঠে স্বীকার করে। 8సి 8