পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতিকথা বলিলাম, আপনি যে বিশ্বাসের ইঙ্গিত করছেন, সে বিশ্বাস করিনে । কেন করেন না ? বোধ হয় অনেকদিন অনেক চরকা কেটেছি বলেই । দেশবন্ধু ক্ষণকাল চুপ করিয়া থাকিয় বলিলেন, এই ভারতবর্ষের ত্রিশ কোটি লোকের পাচ কোটিও যদি সুতো কাটে ত ষাট কোটি টাকার স্থতে হতে পারে। বলিলাম, পারে। দশ লক্ষ লোক মিলে একটা বাড়ী তৈরিতে হাত লাগালে দেড় সেকেণ্ডে হ’তে পারে। হয়, আপনি বিশ্বাস । করেন ? - দেশবন্ধু বলিলেন, এ দু’টো এক বস্তু নয়। কিন্তু আপনার কথা আমি বুঝেছি,—সেই দশ মণ তেল পোড়ার গল্প। কিন্তু, তবুও আমি, বিশ্বাস করি । আমার ভারি ইচ্ছে হয় যে, চরকা কাটা শিখি, কিন্তু কোন রকম হাতের কাজেই আমার কোন পটুতা নেই। বলিলাম, ভগবান আপনাকে রক্ষা করেছেন। .দেখুবন্ধু হাসিলেন ; বলিলেন, আপনি হিন্দু-মুসলিম ইউনিট বিশ্বাস করেন ? বলিলাম, না । দেশবন্ধু বলিলেন, আপনার মুসলমানপ্রীতি অতি প্রসিদ্ধ। ভাবিলাম, মানুষের কোন সাধু ইচ্ছাই গোপন থাকিবার যো নাই, খ্যাতি এতবড় কানে আসিয়াও পৌছিয়াছে ! কিন্তু নিজের প্রশংসা শুনিলে চিরদিনই আমার লজ্জা করে, তাই সবিনয়ে বদন নত করিলাম । ぐ ම