পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ এর। হঠাৎ কিছু একটা করে ফেলতেও পারে, কিন্তু দীর্ঘদিনের সহিষ্ণুতা এদের নেই । সে বার দলে দলে এর জেলে গিয়েছিল, কিন্তু দলে দলে ক্ষম চেয়ে ফিরেও এসেছিল। যার আসেনি, তারা শিক্ষিত মধ্যবিস্তু গৃহস্থের ছেলেরা । তাই আমার সমস্ত আবেদন নিবেদন এদের কাছে। ত্যাগের দ্বারা কেউ কোন দিন যদি দেশ স্বাধীন করতে পারে, ত শুধু এরাই পারবে । এইখানে দেশবন্ধুর বোধ করি, একটা গোপন ব্যথা ছিল, তিনি চুপ করিয়া রহিলেন । কিন্তু জেলের কথায় তাহার আর একটা প্রকাণ্ড ক্ষোভের কথা মনে পড়িয়া গেল। বলিলেন, এ দুরাশ! আমার কোনদিন নেই যে, দেশ একেবারে এক লাফে পূরে স্বাধীন হ’য়ে যাবে। কিন্তু আমি চাই স্বরাজের একটা সত্যকার ভিত্তি স্থাপন করতে। আমি তখন জেলের মধ্যে, বাইরে বড়লাট প্রভৃতি এর, ওদিকে সবরমতি আশ্রমে মহাত্মাজী,—র্তার কিছুতেই মত হ’ল না, অতবড় সুযোগ আমাদের নষ্ট হয়ে গেল। আমি বাইরে থাকুলে কোন মতেই এতবড় ভুল করতে দিতাম না। অদৃষ্ট ! তার লীলা ! রাত্রি শেষ হইয়া আসিতেছিল, বলিলাম, শুীতে যাৱেন না ? চলুন । .مr চলুন, বলিয়া তিনি উঠিয় দাড়াইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এই রেভোলিউসনারীদের সম্বন্ধে আপনার যথার্থ মতামত কি ? . সম্মুখের আকাশ ফসর্ণ হইয়া আসিতেছিল, তিনি রেলিং ধরিয়া কিছুক্ষণ উপরের দিকে চাহিয়া থাকিয় আস্তে আস্তে বলিলেন, এদের অনেককে আমি অত্যন্ত ভালবাসি, কিন্তু এদের কাজ দেশের পক্ষে ☾NᏱ