পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতিকথা তাহার পক্ষে তেমনই অসম্ভব ছিল। র্তাহীদের চেষ্টাকে দেশের পক্ষে নিরতিশয় অকল্যাণের হেতু জ্ঞান করিয়া তিনি অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিয়াছিলেন। এই সমিতিকে উদ্দেশ করিয়া আমাকে একদিন .বাঙ্গলায় একটা appeat লিখিয়া দিতে বলিয়াছিলেন। আমি লিখিয়া আনিলাম, “যদি তোমরা কোথাও কেহ থাকে, যদি তোমাদের মতবাদ সম্পূর্ণ বর্জন করিতেও ন পারে, ত অন্ততঃ ৫৭ বৎসরের জন্যও তোমাদের কার্য্যপদ্ধতি স্থগিত রাখিয়া আমাদের প্রকাশ্বে সুস্থ চিত্তে কাজ করিতে দাও । ইত্যাদি ইত্যাদি ।” কিন্তু আমার ‘যদি’ কথাটায় তিনি ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, ‘যদি’তে কাজ Giż Töte &R 43’ “assuming but not admitting' করে এসেছি, কিন্তু আর ফঁাকি নয় । আমি জানি, তারা আছে, ‘যদি’ বাদ দিন । আমি আপত্তি করিয়া বলিলাম, আপনার স্বীকারোক্তির ফল দেশের উপরে অত্যস্ত ক্ষতিকর হবে । দেশবন্ধু জোর করিয়া বলিলেন, না। সত্য কথা বলার ফল কখনও মন্দ হয় না"। বলা বাহুল্য, আমি রাজি হইতে পারি নাই এবং আবেদনও প্রকাশিত হইতে পারে নাই । আমাকে বলিয়াছিলেন, এ সকল যারা করে, তারা জেনে শুনেই করে, কিন্তু যারা করে না কিছুই, গভর্ণমেণ্টের হাতে তারাই বেশী করে দুঃখ পায়। স্বভাষ, অনিলবরণ, সত্যেন্‌ প্রভৃতির জন্য র্তাহার মনস্তাপের অবধি ছিল না। স্বভাষকে করপোরেশনে কাজ দিবার পরে একদিন আমাকে বলিয়াছিলেন, (సె