পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ I have sacrificed my best man for this corporation. ", এবং সেই স্বভাযকেই যখন পুলিশ ধরিয়া লইয়া গেল, তখন র্তাহার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল, তাহাকে সৰ্ব্বদিক দিয়া অক্ষম ও অকৰ্ম্মণ্য করিয়া দিবার জন্যই গভর্ণমেণ্ট তাহার হাত পা কাটিয়া তাহাকে পঙ্গু করিয়া আনিতেছে । র্তাহার ফরিদপুর অভিভাষণের পরে মডারেটদলের লোক উৎফুল্ল হইয়া বলিতে লাগিল, আর ত কোনও প্রভেদ নাই, আইস, এখন কোলাকুলি করিয়া মিলিয়৷ যাই । ইংরাজী খবরওয়ালার দল তাহার “জেসূচারের” অর্থ এবং অনর্থ করিয়া গালি দিল কি মুখ্যাতি করিল, ঠিক বুঝাই গেল না। তাহার নিজের দলের বহুলোক মুখ ভারি করিয়াই রহিল, কিন্তু এ সম্বন্ধে আমার একটা কথা বলিবার আছে । অসাধারণ কৰ্ম্মীদের এই একটা বড় দোষ যে, তাহার নিজেদের ভিন্ন অপরের কৰ্ম্মশক্তির প্রতি আস্থা রাখিতে পারেন না । এবার পীড়ায় যখন শয্যাগত, পরলোকের ডাক বোধ হয় যখন র্তাহার কানে আসিয়া পৌঁছিয়াছে, তখন একদিন আমাকে বলিয়াছিলেন, শরৎবাবু, compromise করতে যে শিখলে না, বোধ হয় এ জীবনে সে কিছুই from all Tory Government is the cruellest Government in the world ol āl oito, so go অনাচার নেই । আবার মিটমাট করে নেবার পক্ষেও, বোধ করি, এমন বন্ধু আর নেই। কিন্তু ভয় হয়, আমি তখন আর থাকুব না। জালিয়ানওয়ালাবাগের স্মৃতি মুহূৰ্ত্তকালের জন্যও তাহার অন্তর হইতে অস্তৰ্হিত হয় নাই । \()o