পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ও নীতি বলতে লাগলেন, জীবনে এমন শিক্ষাপ্রদ স্বন্দর গল্প আর পড়েন নাই এবং এমন গল্প বান্ধলা সাহিত্যে যত বাড়ে ততই মঙ্গল । এমন গল্প আমিও যে বেশী পড়িনি সে কথা অস্বীকার করিনে, এবং বাড়ী যখন আমারও নয়, অধ্যাপকেরও নয়, গ্রন্থকারেরও নয়, তখন যত ইচ্ছে ভেঙে চুরে মাঠ করে দিলেও আপত্তি নেই, কিন্তু tart ও সাহিত্যের যিনি অধিষ্ঠাত্রী দেবতা তার মনে যে কি ভাবের উদয় হয়েছে, সে শুধু তিনিই জানেন ? 'u ভাল মন্দ সংসারে চিরদিনই আছে,—ভালকে ভাল মন্দকে মন্দ বলায় কোন artই কোন দিন আপত্তি করে না । কিন্তু দুনিয়ায় যা কিছু সতাই ঘটে নিৰ্ব্বিচারে তাকেই সাহিত্যের উপকরণ করলে সত্য হ’তে পারে, কিন্তু সত্য-সাহিত্য হয় না । অর্থাৎ, যা কিছু ঘটে তার নিখুত ছবিকেও আমি যেমন সাহিত্য-বস্তু . বলিনে, তেমনি যা ঘটে না, অথচ, সমাজ বা প্রচলিত নীতির দিক দিয়ে ঘটলে ভাল হয়, কল্পনার মধ্য দিয়ে তার উচ্ছ স্থল গতিতেও সাহিত্যের ঢের বেশী বিড়ম্বন ঘটে । আমার অবসর অল্প, বক্তব্য বস্তুকে আমি পরিস্ফুট করতে পারিনি, •ঐ আঁমি জানি, কিন্তু আধুনিক-সাহিত্য রচনায় সমাজের এক শ্রেণীর শুভাকাঙ্ক্ষীদের মনের মধ্যে কোথায় অত্যন্ত ক্ষোভ ও ক্রোধের উদয় হয়েছে, বিরোধের আরম্ভ যে কোনখানে, সেদিকে অঙ্গুলি নির্দেশ করাটুকু বোধ করি আমার সম্পূর্ণ হয়েছে। কিন্তু আলোচনা ঘোরতর করে তোল্বার আমার প্রবৃত্তি নেই, সময় নেই, শক্তিও নেই, শুধু অশেষ শ্রদ্ধাভাজন আমাদের পূর্ববর্তী সাহিত্যাচাৰ্য্যদের পদাঙ্ক অনুসরণ করবার পথে কোথায় বাধা পেয়ে আমরা যে অন্য পথে চলতে বাধ্য br> \Sy