পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্যে আর্ট ও চুনীতি নিতান্তই নিজের কথা। যে কথা সাহিত্য-সাধনার দশ বৎসর কাল । আমি নিঃসংশয়, অকুষ্ঠিত চিত্তে ধরে? আছি। - এই দশ বৎসরে একটা জিনিষ আমি আনন্দ ও গর্বের সঙ্গে লক্ষ্য করে এসেছি যে, দিনের পর দিন এর পাঠকসংখ্য নিরস্তর বুেড়ে চলেছে। আর তেমনি অবিশ্রাস্ত এই অভিযোগেরও অস্ত ੱਂ, দেশের সাহিত্য দিনের পর দিন অধঃপথেই নেমে চলেছে। ੋ সত্য, এবং দ্বিতীয়টা সত্য হ’লে, ইহা দুঃখের কথা, ভয়ের কথা ; কিন্তু ইহার প্রতিরোধের আর যা’ উপায়ই থাক, সাহিত্যিকদের কেবল কটু কথার চাবুক মেরে মেরেই তাদের দিয়ে পছন্দ মত ভাল । ভাল বই লিখিয়ে নেওয়া যাবেন । মানুষ ত গরু ঘোড়া নয়! আঘাতের ভয় তার আছে, একথা সত্য, কিন্তু অপমানবোধ বলেও যে তার আর একটি বস্তু আছে, এ কথাও তেমনই সত্য। তার কলম বন্ধ করা যেতে পারে, কিন্তু ফরমায়েসী বই আদায় করা যায় না । মন্দ বই ভাল নয়, কিন্তু তাকে ঠেকাবার জন্যে সাহিত্য-স্বষ্টির দ্বার রুদ্ধ করে ফেলা সহস্র গুণ অধিক অকল্যাণকর । . , কিন্তু দেশের সাহিত্য কি নবীন সাহিত্যিকের হাতে সত্য সত্যই নীচের দিকে নেমে চলেছে ? এ যদি সত্য হয়, আমার নিজের অপরাধও কম নয়, তাই এই কথাটাই আজ আমি অত্যস্ত সংক্ষেপে আলোচনা করতে চাই। এ কেবল আলোচনার জন্যেই আলোচনা নয়, এই শেষ কয় বৎসরের প্রকাশিত পুস্তকের তালিকা দেখে আমার মনে হচ্ছে, যেন সাহিত্য-স্থষ্টির উৎস-মুখ ধীরে ধীরে অবরুদ্ধ হয়ে আসছে। সংসারে রাবিশ বই-ই কেবল একমাত্র রাবিশ নয়, সমালোচনার ছলে দায়িত্ব বিহীন কটুক্তির রাবিশেও বাণীর মরিপথ একেবারে সমাচ্ছন্ন হয়েযেতে পারে। brQ