পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্যে আর্ট ও নীতি উপরে। তবে একটা নালিশ এই করা যেতে পারে যে, পূৰ্ব্বের মত রাজারাজরা, জমিদারের দুঃখ-দৈন্য-দ্বন্দ্বহীন জীবনেতিহাস নিয়ে অৰ্কি সাহিত্য-সেবীর মন আর ভরে না । তার নীচের স্তরে নেমে গেছে । এটা আপশোষের কথা নয়। বরঞ্চ এই অভিসপ্ত, অশেষ দুঃখের দেশে, নিজের অভিমান বিসর্জন দিয়ে রুষসাহিত্যের মত যে দিন সে আরও সমাজের নীচের স্তরে নেমে গিয়ে তাদের স্থখ, দুঃখ, বেদনার মাঝখানে দাড়াতে পারবে, সে দিন এই সাহিত্য-সাধনা কেবল স্বদেশে নয়, বিশ্ব-সাহিত্যেও আপনার স্থান করে নিত্বে পারবে । কিন্তু অ}র না । আপনাদের অনেক সময় নিয়েছি, আর নিতে পারব না । কিন্তু বসবার আগে আর একটা কথা জানাবার আছে । বাঙ্গলার ইতিহাসে এই বিক্রমপুর বিরাট গৌরবের অধিকারী । বিক্রমপুর পণ্ডিতের স্থান, বীরের লীলাক্ষেত্র, সজ্জনের জন্মভূমি । আমার পরম শ্রদ্ধাস্পদ চিত্তরঞ্জন এই দেশেরই মানুষ। মুন্সীগঞ্জে ষে মৰ্যদা আপনার আমাকে দিয়েছেন, সে আমি কোনদিন বিস্তৃত হ’ব না । আপনার আমার সকৃতজ্ঞ নমস্কার গ্রহণ করুন।*

  • ১৩৩১ সালের চৈত্র মাসে মুন্সীগঞ্জে সাহিত্য-সভায় সভাপতির অভিভাষণ ।

おや