পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$९ স্বপ্নময়ী নাটক । রাজা। তাই তো–তাই তো।—মন্ত্রি এখনি তুমি ওকে শাসন করে দেও—আমি তোমার উপর সমস্ত ভার দিলুম। বুঝেছ মন্ত্রি বুঝেছ ?—কি সৰ্ব্বনাশ, বোধ হয় বিবাহ দিলেই সব সেরে যাবে। না মন্ত্রি ?— •, মন্ত্রী। মহারাজ বিবাহটা যত শীঘ্র দেওয়া হয় ততই ভাল— কিন্তু আপনি যদি কোন আপত্তি না করেন তো একটা কথা বলি । রাজা। আপত্তি কি ?—কোন আপত্তি নেই, যা তোমার ইচ্ছে কর না | মন্ত্রী। মহারাজ, বিবাহের দিন পর্য্যস্ত রাজকুমারীকে একটা ঘরে বদ্ধ করে রাখতে হবে-রাজকুমারী একজন সন্ন্যাসীর কাছে যাতায়াত করে আমি শুনেছি—সেই সন্ন্যাসীকে শীঘ্ৰ গেরেফতার করতে হবে। রাজা। এখনি এখনি এখনি—কে সে ? শীঘ্র তাকে গেরেফ তার করগে—তবে দেখ মন্ত্রি স্বপ্নকে ধরে রেখে কিন্তু যেন কষ্ট না পায়—বুঝেছ—বুঝেছ মন্ত্রি ? যন্ত্রী। মহারাজ তা আমাকে আর বলতে হবে না (স্বগত) রাজকুমারীকে আটকে রাখা বড় সহজ নয়, রীতিমত কারাগৃহে বদ্ধ ক’রে না রাখলে চলবে না। রাজা। এস তবে এখন যাওয়া যাকৃ। (উভয়ের প্রস্থান।)