পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। సి\9 চতুর্থ গর্ভাস্ক । রাজবাটীর অন্তঃপুর । ( সুমতির প্রবেশ । ) সুমতি । (अग्नर्ड ) আহা জেহেন বড় ভাল লোক, এমন লোক আমি কখন দেখিনি—মুসলমানদের ভিতর এমন ভাল লোক আছে আমি তা জানতেম না—আমাকে সে কি ভয়ানক ভাল বাসে। এখনও আস্চে না কেন ? তার তো আসবার সময় হয়েছে। ওই বুঝি আসচে– ( জেহেনার প্রবেশ । ) সুমতি । এস জেহেন । জেহে । আমার সই—আমার সই—আমার প্রাণের সই! (জেহেন দোঁড়িয়া আসিয়া মুমতিকে আলিঙ্গন ও চুম্বন। ) সুমতি। আজ এত দেরি করলে কেন ? আমি তোমার জন্তে কতক্ষণ-পূরে বসে সাছি ।