পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 স্বপ্নময়ী নাটক । জেহেন। বলুচি ভাই—আগে তোমাকে চুম খেয়ে মনের সাধ মিটিয়ে নিই। (ঘন ঘন চুম্বন।) দেরি হল কেন জিজ্ঞাসা করচ ? না ভাই সে আর জিজ্ঞাসা কর না I' (হঠাৎ বিষগ্ন ভাব ধারণ ) সুমতি। কেন অমন বিষণ্ণ হয়ে পড়লে জেহেনা ? বল না কি হয়েছে ?— জেহেন। আমার যা অদৃষ্টে আছে তা আমি ভোগ করচি, তা বলে তোমাকে কেন ভাই একটুও কষ্ট দিতে যাব। সুমতি। আমাকে বল্বে না ?—বলনা জেহেনী | জেহেন। আমি তো ভাই তোমাকে এক দিন সব বলেছিলুম। আমার পোড়া অদৃষ্ট—আমাকে কেউ ভাল বাসে না—ম না, বাপ না, স্বামী না, কেউ না। আমি তাদের দোষ দিই নে। আমার কি গুণ আছে যে র্তারা ভাল বাসবেন । আর স্বামী তো আমার দেবতা, তার দোষ কি ? তার গুণ আমি এক মুখে বলতে পারিনে— র্তার মত লোক পৃথিবীতে কি আর আছে ? আহা আমার ভাই মন কেমন কচ্চে—আর থাকা হল না—একবার ভাই তাকে দেখে আসি (উখানেfদ্যম। ) সুমতি । এর মধ্যেই যাবে ?—না তা হবে না—একটু বোলো— তুমি কি এক দণ্ডও তাকে না দেখে থাকতে পার না ? জেহেন । আমাকে ভাই কি একটা রোগে ধরেছে—তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেই তোমার জন্তে ভাই মন ছট ফটু