পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। እግ জেহেন । কোনটা ? সুমতি । "সারে বকুল ফুল হা"— জেহেন । তুমি তো ভাই সে গানটা শিপেছ—তুমি গাও ন ভাই, বেশ মজা হবে এখন –আমি তোমার াৈপা ফুল পরিয়ে দি—আর তুমি গাও—আর গাইতে গাইতে তোমাব প্রাণ নাথ এসে পড়বেন। সুমতি। হ্যা—আমি বুঝি সেই জন্তে বলছিলুম ?—ও গানটা আমার বেশ লাগে তাই বলুচি–আচ্ছ। আমি গাচ্চি—যে খানটা ঠিক না হবে আমাকে বলে দিও। জেহেন । િ দেবো—আমিও তোমাকে ফুল দিয়ে সাজাতে বসি । (খোপায় ফুল পরাইতে পরাইতে) এইবার তবে আরম্ভ কর। সুমতি । তুমি যে সত্যি সত্যি ফুল দিয়ে আমাকে সাজাতে বস্লে । না জেহেনা ও কি ও ?-- জেহেন। সত্যি সত্যি না তো কি ?—তুমি ভাই আর জালিও না—গাও । আ! ভাই এই ফুলেতে এমন মানিয়েছে কি বলব— তোমার ভাই মুখের কি সুন্দর গড়ন, একটু কিছু দিলেই কেমন মানিয়ে যায়— স্বমন্তি। মিছে জেহেন রঙ্গ কোরো না-আচ্ছ। আমি গাচ্চি। ( গান । ) দেশ । দেলো সখি দে পরাইয়ে চুলে সাধের বকুল ফুল হার। > 9