পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । )ఠిన ষষ্ঠ গর্ভাঙ্ক । ۔۔ہتت==عل^exجتصے রাজবাটীর অন্তঃপুর। জগৎরায় মুমতি । মুমতি। ও শিশি থেকে যখনি তুমি কি খাও তখনি তোমার অমুখ করে—আর ভাই খেও না—খাবে ? জগৎ । তোমার ঐ এক কথা—আমি বুঝি নে আমার কিসে অসুখ করে না করে ? ও খুব ভাল জিনিষ—ও খেলে আমার মনট ভারি ভাল থাকে। সুমতি। কিন্তু আমি দেখিছি ও-টা খেলেই তুমি কি এক রকম হয়ে পড়, তোমার কথার মানে বোঝা যায় না—আর আমাকে মিছি মিছি বকো । জগৎ । মিছি মিছি বকি ? ঐ রকম বল্লেই তো রাগ ধরে— আমার কিসে অমুখ হয় না হয় তুমি তার কি বুহবে? দাও, শিশিট এনে দাও—কোথায় রেখেছ এনে দাও । সুমতি। তোমার ভাই পায়ে গড়ি, আমাকে আনতে বোলো না—আমি বুঝিছি ও বিষ। ঐ জেহেনা আসচে, ওর কাছ থেকে একটু গান টান শেখে, তা হলে মনটা ভাল হবে।