পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । Y. S. জগৎ। কিন্তু কি জেহেন ? আমাকে খুলে বল না। জেহেন। কিন্তু আমার সধি—আমার প্রাণের সখি- আমার সঙ্গে আজ ভাল করে কথা কইলেন ন—তাই –(ক্ৰন্দন) জগৎ। কেঁদে না জেহেন, আমি তাকে বল ব এখন –এ ভারি অন্যায় বটে। জেহেন । না রাজকুমার বোলে৷ મા-િ জানি যাকেই আমার আপনার বলে মনে করি, তা হতেই আমি কষ্ট পাই; কারোরি দোষ না, সে আমার পোড়া অদৃষ্টেরই দোষ। থাকৃ, সে সব কথায় আর কাজ নেই। জগৎ । দেখ জেহেনা, তোমার বোঝবার ভুল হয়েছে। সে জন্যে যে তোম র সঙ্গে ভাল করে কথা কয় নি তা নয়, আম র একটু সরাব খাওয়া অভ্যাস আছে, তা এত করে আমি তাকে সরাবের শিশিটা দিতে বলুম তা কিছুতেই সে দিলে না, তাই আমাদের মধ্যে একটু রাগারগি হয়েছে। আচ্ছা বল দিকি জেহেন, এটা কি তার অন্যায় না ? জেহেন। আপনার সরাব খাওয়া অভ্যাস আছে না কি ? তা একটু আধটু খেতে কোন দোষ নেই। আমি মিছি যারা সরাব খায় তাদের মন বড় প্রফুল্ল থাকে। জগৎ। দেখ দিকি জেহেল, ৫ সে বুঝবে না। কেবল বলে অম্লখ করবে অসুখ করবে। জেহেন। বরং আমি দেখিছি যাদের অভ্যাস আছে স্তারা