পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूठौग्न অঙ্ক । ףכל প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার আমি যুক্ত বুলি ভবকে বুঝিবে আর প্রেম যদি ভুলে থাকে সত্যু করে বল না কো - করিব না মুহূর্তেরও ভরে তিরস্কার। তখনি তো বলেছিনু ক্ষুদ্র আমি নারী তোমার ও প্রয়ের নহি অধিকারী আরও কারে ভাল বেসে সুখী যদি হও শেষে ভাই ভাল বেগে নাথ, না করি বারণ। মনে ক'রে মোর কথা, মিছে পেয়ে নাকো ব্যথা পুরাণে প্রণয় কথা কোরো না স্মরণ। ( অঞ্চলদিয়া অশ্রু মোচন করিতে করিতে প্রস্থান । ) তৃতীয় অঙ্ক সমাপ্ত,