পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। సి রাজা। সত্যি না কি ? একজন রক্ষক। মহারাজ সে সন্ন্যাসী নয়, সে দেবতা-জাগ্ৰং দেবতা । মন্ত্রী। চুপ কর বেয়াদব —ত মহারাজ, তাকে ধরবার জন্যে আমি এত চেষ্টা কচ্চি কিছুতেই পাচ্চি নে। রাজ। মন্ত্রি তবে এখন বিবাহের কি হবে ? এমন যোগ্য পাত্র ঠিক হয়ে গেল—দিন'পৰ্য্যন্ত স্থির হল, বিবাহের সমস্ত উদ্যোগ হচ্চে, এই সময় স্বপ্নময়ী পালালো। মন্ত্রী। মহারাজ রাজকুমারীর আশা পরিত্যাগ করুণ, তাকে ধরে রাখবার. কোন উপায় নেই। আপনার অজ্ঞাতসারে একটা সুদৃঢ় কারাগারে তাকে বদ্ধ করে রেখেছিলুম, সেখান থেকে যখন— রাজ। কি! কারাগার ?—মন্ত্রি তার তো কোন কষ্ট হয় নি? মন্ত্রী। রাজকুমারীকে আমি কষ্ট দেব আপনার বিশ্বাস হয় ? র্তার কোন কষ্ট হয় নি। রাজা। অমন কারাগার থেকে পালিয়ে গেল ?—তবে আর কোন আশা নেই। তবে এখন কি করি মস্ত্রি tभाशन এই বৃদ্ধ বয়স্তুে এত দূর যন্ত্রণ আমার অদৃষ্টে ছিল ?—তবে এখন আর বিবা হের উদ্যোগ করে কি হবে ?—এমন যোগ্য পাত্র পেয়েছিলেম — বল কি মন্ত্ৰি-যড়দর্শন তার কণ্ঠস্থ—আর কি তেমন হবেলোকে বলে টাক্‌-দ্ৰাত উচু-কিন্তু তাতে কি এসে যায় ?