পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>२२ স্বপ্নময়ী নাটক । হবে। তিনি রাগলে পৃথিবী রসাতলে যাবে। তোমার পায়ে পড়ি পিতা, আর ও কথা বোলে না। ভুেমার সমস্ত ধন রত্ন আমাকে দেও, তার কাছে আমি নিয়ে যাই—তা হলে তিনি আর তোমাকে শক্ৰ মনে করবেন না—তিনি আমাকে এক দিন যে কথা বলেছিলেন তা এখনও যেন পষ্ট শুনতে পাচি। “ হোন দেখি পিতা তোর এই ব্রতে ব্ৰতী, দিন দেখি ধন রত্ন স্বদেশের उत, রণ ভূমে দিন দেখি অকাতরে প্রাণ, ' তবে তো জানিব মিত্র দেশের—নতুবা স্বপ্নময়ি তোব পিতা শত্রু ভারতের, স্বপ্নময়ি তোর পিতা শত্রু দেবতার, স্বপ্নময়ি ভেবে পিতা স্বয়ং শত্রু তেগব " রাজা। দেখ স্বপ্ন হয় তুই পাগল হয়েচিম নয় তোকে কে ছলনা কচ্চে। আমি তোর শত্রু এই কথা তোকে বুঝিয়ে দিয়েছে ? স্বপ্ন। আমি সত্যি বলচি, এর একটা কথাও মিথ্যা নয় পিতা, এই ব্যাল তোমার ধনরত্ন আমাকে দেও, না হলে দেবতা নিজে এসে যে দিন জোর ক'রে নিয়ে যাবেন সে দিন কি ভয়ানক হবে— সেই কথা মনে হলে আমার ভারি ভয় হয়—পিতা এই ব্যাল আমার কথা শোনো, তোমার শক্র হয়ে আমাকে না আস্থতে হয়— ( ক্ৰন্দন ) রাজা। হা হা হা হা—তুই স্বল্পময়ি আমার শক্র হবি ?—সেও