পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ১২৭ জগৎ । জেহেন তোমার কোন ভাবনা নাই—আমি তোমাকে আশ্রয় দেব—তুমি মনে করুচ ত্রিসংসারে তোমার কেউ নেই? তা মনে ক’রো না—জেহেনা তোমার জুন্যে আমি কি না করতে পারি?—জেহেন তুমি কেঁদে না—তোমার হাতখানি দেখি– (দুজনে হাতে হাত দিয়া নিস্তন্ধ ভাবে উপবেশন) (অন্তরালে সুমতির প্রবেশ ) श्शख्।ि (यड्ज्ञांन श्ड স্বগত) আমার মাথা ঘুচে –আর পারি নে—কেন মতে শুনতে এলু ?—যদি শুনলু তো শেষ পৰ্যন্ত শুনি–কিন্তু আর যে পারি নে—বুক যে ভেঙ্গে গেল—ও — ও!—যাই যাই—ন, আর একটু খানি— জেহেন। রাজকুমার আমাকে কি ক’রে আশ্রয় দেবে ? আমি যে মুসলমানি—তা হলে তোমার যে নিন্দে হবে—জাত যাবে – আমার যাই হোক তোমাকে কিছুতেই কষ্ট দিতে পারব না— বিশেষতঃ আমার সখি একেই আমাকে দেখতে পারেন না— আবার যখন তিনি শুনবেন একজন মুসমানিকে আপনি আশ্রয় দিয়েছেন, তাহলে কি আর রক্ষা থাকৃবে? তা হলে,কি অপমান করে আমাকে তিনি তাড়িয়ে দেবেন না? না রাজকুমার তায় কাজ নেই— আমার পোড়া অদৃষ্ট্রে যা থাকে তাই হবে (ক্ৰন্দন) জগৎ। কি জেহেন ? আমার স্ত্রী তোমাকে তাড়িয়ে দেবে? তা কখনই মনে ক'র না—তাকে আমি বুঝিয়ে বলুব—তোমার জন্য জেহেনা আমি কিনা করতে পারি—আমার কূল যাক, মান