পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ স্বপ্নময়ী নাটক । যাক, জাত যাক, সব যাকৃ—তোমাকে আমি কিছুতেই ছাড়তে পারব না। g জেহেন। রাজকুমাৰ, সকল পুরুষই প্রথমে ঐ রকম করে বলে থাকে—কিন্তু কিন্তু—আচ্ছ। রাজকুমার একটা কথা জিজ্ঞাসা করি—তোমার স্ত্রী যখন মুখ ভরি করে এসে আমার নামে তোমার কাছে কত কি বল্বে তখন কার কথা তোমাব বিশ্বাস করতে ইচ্ছে যাবে একবার ভেবে দেখ দিকি ? না বাজকুমার, তাকে কষ্ট দেব কেন ? আমিই চলে যাব ( ক্ৰন্দন )— জগৎ। জেহেন তুমি যে ও না—আমার কথা শোনো সেও না— আমি তোমার জন্যে আলাদা বাড়ি ক’রে দেব-যাতে তুমি সুখে থাক আমি তাই করব—আমার স্ত্রীর সঙ্গে তোমার কোন সংস্রব থাকবে না—তার রাগ করবার তো কোন কারণ নেই--একজন অনাথাকে কি আমি আশ্রয় দেব না ? তিনি তাতে কি বলতে পাবেন ? জেহেন। রাজকুমার তুমি বর্চ না—আমি থাকুলে কখনই র্তার ভাল লাগবে না-রাত দিনই তিনি মুখ ভার করে থাকবেন— সে ভারি কষ্টকর হবে – জগৎ । ੋੜ : তা হতে পারে—কিন্তু তাতে কি ? কিছু দিনের পর সব সয়ে যাবে কিন্তু জেহেন তোমাকে মিনতি কচ্চি তুমি যেও না। তুমি একলা জনাথ স্ত্রীলোক কোথায় যাবে? ংসার বড় কঠোর স্থান-কে তোমাকে দেখবে শুনবে ?—কে তোমার যত্ন করবে—