পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গ্ৰন্থ। »್ಲಿ (সুমতির প্রবেশ।) সুমতি । (কঁাপিতে কঁাপিতে জগতের পদতলে পড়িয়া) নাথআমার প্রভু—আমার দেবতা—আমার জন্যে কিসের বাধা ? আমি এখনি চলে যাচ্চি—আমি ক্ষুদ্র কীটেরও অধম—তুমি আমার দেবতা-- তোমার মুখে আমি বাধা দের ?—নাথ, তা মনেও ক'র না—আমি একটুও বাধা দেব না—আমি অনায়াসে সব সহ করব—আমি অনেক চেষ্টা করেছিলুম যাতে আমার মুখ ভারন হয়—কিন্তু কিছুতেই পারি নি—নাথ কি করব, বল—জেহেন কি করব বল-আমি জানি আমার এই অন্ধকার মুখ তোমাদের মুখের হস্তারক—কিন্তু আর ভয় নেই আমি যাচ্চি, এ মুখ আর দেখতে হবে না (উঠিয়া গমন) জগৎ। ওকিও ?—ও কথা কেন বলুচ ?—তুমি যাবে কেন ? তুমি যাবে কেন ?—সে কি— জেহেনা। তুমি কেন যাবে ভাই, আমিই যাচ্চি। সুমতি। ভূমি অনাথ স্ত্রীলোক, তুমি কোথায় যাবে জেহেন ? সংসার বড় কঠোর স্থান—কে তোমাকে তা হ’লে দেখবে শুনবে – কে তোমাকে যত্ন করবে ?—আর তুমি গেলে ওকেই বা কে যত্ন করবে ?—আমি চল্লেম, তোমরা ভাই মুখে থাক। (স্বগত) ষে । দিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাই—অরণ্য মরু, শ্মশান কোথাও আর ভয় নেই। o *、*。 জগৎ । ( উঠিয়া) ষেও না ষেও না-ও কি কয়— (মুমতির প্রস্থান । ) רכ י