পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ১৩৩ জলন্ত উৎসাহের বল—আমরা অল্প লোক হলেও অসংখ্য অত্যাচার মোগলদের উপর জয় লাভ করতে পারব আমার এই বিশ্বাস। কিন্তু এই রকম ছলনা করে করে আমাদের সে ধৰ্ম্ম-বল হ্রাস হয়ে আস্চে—আমাদের উৎসাহের খৰ্ব্ব হচ্চে—কাৰ্য্যকালে_ মুমরা কিছুই করতে পারব না। আর আমি এ রকম ছদ্মবেশে থাকৃতে পারি নে স্থরজ । * - স্বরজ। মহাশয় আর কিছু কাল ধৈৰ্য্য ধরে থাকুন। যতক্ষণ ন। আমাদের অর্থ সংগ্রহ হচ্ছে ততক্ষণ জয়ের কোন আশা নাই । আর সমস্তই প্রস্থত। ১৫ই তারিখও নিকটবর্তী—সেই দিন বৰ্দ্ধমানের রাজকোষ লুঠ করেই আমরা মোগল সৈন্তের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব। জগৎরায়কে আমাদের ভয় ছিল কিন্তু রহিমের কৌশলে জগৎরায় বিলাযের ক্রোড়ে নিদ্রা যাচ্চেন—এখন আর কোন ভয় নেই। শুভ। সে কি ! জগৎরায় নিদ্রিত ? আমার ইচ্ছে ছিল তার সঙ্গে একবার আমার দ্বন্দ, যুদ্ধ হয় । ছেলে ব্যালায় আমরা এক গুরুর কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছিলেম। আমি প্রায় তার কাছে হেরে যেতেম-কিন্তু এখন একবার আমি দেখতে টাই—কে হারে কে জেতে। সত্যি জগৎ বিলাসের ক্রোড়ে নিদ্রিত ? তার সঙ্গে সে দিন তবে দেখা হবে না –কিন্তু স্বরজ’আমি তোমাকে আগে থাকতে বলে রাখৃছ—জগতের সঙ্গে দেখা হলে আমি দেবতার ভান করতে পারব না। আমার ছেলেবেলাকার যথা-তার সঙ্গে আমি দেবতার