পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ ©Ꮰ স্বপ্নময়ী নাটক । দ্বিতীয় গর্ভাঙ্ক।


oo: وهنبه -سسسه

দেলকোষ বন । মুমতির প্রবেশ । সুমতি । (স্বগত) -কেন মবতে আবার তাকে দেখতে গিয়েছিলুম ? –সে দৃশ্য দেখে এখনও কি ক’রে ಡೈಠ আছি ?—আর আমার কোন আশা নেই—আগে কল্পনাতেও এক একবার স্বখের আশা হত—আবার মিলনের আশা হত—কিন্তু সে আশাও আর নেই—এখনও কেন তবে তাকে ভুলে যেতে পারচি নে ?—কেন সেই মুখ রাতদিন আমার মনে আসে ?—নানানা—কেনই বা ভুলব ?—তিনি আমাকে ভুলুন, আমি তাকে প্রাণ থাকতে কখনই ভুলতে পারব না। নাথ, হৃদয়েশ্বর, জন্ম জন্ম তুমি সুখে থাক— আমার মুখে কাজ নেই-আমি ক্ষুদ্র কীটেরও অধম—আমার আবার মুখ কি ?--যে ক দিন বাচি তোমার প্রতিমাখনি বুকে ক'রে রেখে দেব—তোমারই চরণ পূজা করব—(গান)— বেহাগ- আড়াঠেকা । কেনই বা ভুলিব তোমায়, কে ভুলে হৃদয় ধনে ? শূন্য হৃদয় লয়ে কি মুখে বঁচিব প্রাণে ?