পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৬৭ তত্ত্ব । আজ্ঞা প্রায় হল বৈ কি । রাজা । সময় হয়েছে ? বল কি, লগ্নের সময় হয়েছে ? কি আশ্চৰ্য্য। এখনও তবে স্বপ্নময়ী এলুন কেন ? কেন এলন। সে ? আমাকে সে যে বলেছিল আসবে—তবে কেন এল না ?—এ তার ভারি অন্যায়। কে আছিস্ শীঘ্র তাকে ডেকে नििष्य अम्ल-गखि তুমি যাও—তত্ববাগীশ্ন তুমিও যাও—শীঘ্র শীঘ্র আর বিলম্ব নয়— এমন অবাধ্য মেয়েওঁ তো দেখিনি, তার কথার স্থিব নেই? কে আছিল ? (নেপথে ভীষণ কোলাহল—ভেঙ্গে ফাল-ছিড়ে ফ্যাল– মোগলপতাকা সব উপ্‌ড়ে ফ্যাল ) ও কি ! ও কি ! কিসের কোলাহল ? 2 মন্ত্রী। তাই তো ! কিসের কোলাহল ? তত্ত্ব । আমি একবার দেখে আসি । ( তত্ত্ববাগীশের প্রস্থান । ) ( রক্ষকের দৌড়িয়া হাঁপাইভে হাঁপাইতে প্রবেশ । ) রক্ষক । মহারাজ-রাজকুমারী আস্চেন-বড় হাঁপ ধরেছে— জিব শুকিয়ে গেছে—বলটি। মন্ত্রী। রাজকুমাৰী ? রাজা। স্বপ্ন এসেছে –আ' বাচা গেল-আমিতো বলেই ছিলেম মন্ত্রি যে, তার জন্য ভাবনা নেই –সে তেমন মেয়ে নয় যে একবার কথা দিয়ে আবার লঙ্ঘন করবে—মন্ত্রী শীঘূঘির বাজনা