পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»१० স্বপ্নময়ী নাটক । রাজা । ( বারাণ্ড হইতে ) একি! সত্যইতো স্বপ্নময়ী ! কি ভয়ানক ! কি ভয়ানক ! স্বপ্নময়ীর এই কাজ !—স্বপ্নময়ী অামার শক্ৰ ?—স্বপ্নময়ী ! স্বপ্নময়ি ! স্বপ্নময়ি!— (বারও হইতে নীচে অবতরণ, ) বাদিগণ। ভগবতি, এইবার হুকুম দাও, আমরা লুটপাট আরম্ভ করি। প্রভু, হুকুম দাও, সব ছার খার করে দি। স্বপ্নময়ী। চুপ মূঢ় বৰ্ব্বরেব –দেখুচিস্নে তোদের মহারাজ– আমার পিতা (ভূমিষ্ঠ প্রণাম ) (বাদিদিগেরও ভূমিষ্ঠ প্রণাম ) রাজা। তুই স্বপ্নময়ি তুই ? তুই আমার প্রজাদের মধ্যে বিদ্রোহ উত্তেজিত করেচিস্ ? তুই নেত্রী হয়ে ভোর পিতার বাড়িতে এই দস্থ্যদের এনেচিস্ ? তুই আমার বাৰ্দ্ধক্যের অবমাননা করচিস ? কোন দৈত্য তোকে এই ভয়ানক কাজে প্রবৃত্ত কবেছে ? কোন দৈত্য তোর হৃদয়ের ধৰ্ম্ম নষ্ট করেছে ? বল। অ! স্বপ্নময়ি— বাছা—তোকে যে আমি প্রাণ অপেক্ষাও ভাল বালি-তুই যে আমার বার্থক্যের আশা-কষ্টের সান্ত না-স্থল-আমার হৃদয়ের পুত্তলি—নয়নের মণি—তোর এই কাজ ? আ –(ক্ৰন্দন) স্বপ্নময়ী। পিতা—পিতা—আর বোলে না—আমার হৃদয় ফেটে যাচ্চে (ক্ৰন্দন ) আমি কি করব—(শুভসিংহের প্রতি যোড় হস্তে ) দেবতা আমাকে মার্জন কর—আমার পিতাকে মার্জন কর-উনি কখনই শত্রু নন-পিতা, তোমার ধনরত্ন দেশের জন্ত,