পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । సి স্বর। আঃ! এ যে চোদ পুরুষের শ্রাদ্ধ করতে বসল! అతా | মহাশয়ু আমার পিতার নাম তো তুর্লভ সিং নয়, তার নাম তুর্জয় সিং । e রহিম । আপনি তবে জানেন না, তার আসল নাম তুর্জয় সিং ছিল বটে কিন্তু লোকে তাকে দুর্লভ সিং বলে ডাকৃত। শুভ। তা হবে । স্বর। আপনার দেখছি কিছুই অজ্ঞাত নেই—এত খবর আপনি : কোথা থেকে পান আমি ভেবে পাচ্চিনে, একি সাধারণ ক্ষমতার কৰ্ম্ম ? রহিম। (সন্তুষ্ট হইয়া ঈষৎ হাস্য সহকারে) এমন কি জানি, তবে. কি না বেঁচে থাকৃলেই কিছু কিছু জানতে পারা যায়। স্বর। রাজবাটীর সংবাদ কি মশায় ? রহিম। রাজবাটী ?—কোন রাজবাট ?-ও ! আমাদের বর্ধমানের জমিদারের বাড়ি ? আপনার বুঝি রাজবাট বলেন ?—ও ! আঃ সে কথা বোলে না—জমিদার কৃষ্ণরাম আমাকে অনেক ক’রে বোলে পাঠায় যে জগতের কিছু সহবৎ শিক্ষণ হচ্চে না—সে যদি তোমার সঙ্গে কিছু কাল থাকে তো সে আদব কায়দা অনেক শিখতে পারে—তা ভদ্রলোকের ছেলে বোয়ে যায়—মনে করলুম যদি কিছু কাল তার সঙ্গে থাকি তো তার অনেক উপকার হয়। পরোপকারের চেয়ে কি আর ধৰ্ম্ম আছে ?—পরের উপকার করাই আমার জীবনের একমাত্র ব্রত। না হ’লে, আমার পাঠান রাজবংশে জন্ম, জমিদারের সঙ্গে কি আমি একত্র বসতে পারি ? R