পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ➢ጫ « শুভ । শোন জগৎরায়, আমি দেবতা নই-আমি সকলের সাক্ষাতে স্পষ্টাক্ষরে বলুচি, আমি দেবত। নই, আমি বিদ্রোহী শুভ- ' সিংহ–একজন ਸ਼ਾਂ তালুকদার। আমার ললাটে এই যে একটা কৃত্রিম নেত্ৰ জল্‌চে, যা দেখে তোর जैबाहे অামাকে দেবতা বলে ভয় করতিস্—এই দেখ, সে কি জিনিস (বাদিদের নিকট নিক্ষেপ ) স্বরজমল, আজ হতে আমি বিদ্রোহী শুভসিংহ, আর আমি দেবতা নই, আমার সেই ੋੜ কলঙ্ক—আমার ললাটের সেই উজ্জল কলঙ্ক, ঐ দেখ, আমি অপনীত করলেম ! স্বরজ। ওকি কথা মশায় ? ওকি কথা মশায় ? আপনার সঙ্কল্প কি ভুলে গেলেন ? কি বলচেন, ভাল ক'রে বুঝে দেখুন— বাগিগণ । ওরে ভাই; যা মনে করেছিলুম তা নয়রে—ওটা একটা ফাকি জুকি-কপালের চোক নয়। শুভ। স্বরজ আমি বুঝেই বলুচি-শোন জগৎরায়, তুমি যদি মায়ের সুপুত্র হও তো এখনি আমার সঙ্গে যোগ দাও, তোমাদের ধন রত্ন জননীব চরণে, জন্মভূমির প্রণে এখনি সমর্পণ কর, তা যদি না কর তো এসো, একবাব দেখি, ছেলেবেলাকার অস্ত্রশিক্ষা কার কত মনে আছে। জগৎ । এখন তোমার দেবত্ব ঘুচেচে, এখন শুভসিংহ এসো, একবার দেখা যাক— (উভয়ের অসিযুদ্ধ। ) স্ববজ । শুভসিংহ আজ হতে আমি তোমাব শক্র হলেম ।