পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । Xb-) স্বপ্ন। পিতা, তোমার কি হল পিতা ? কোথায় গেলে পিতা ? (মুচ্ছি ত হইয়া পতন ) (শুভ সিংহের প্রবেশ । ) শুভ । কৈ, স্বপ্নময়ী কোথায় ? একি ! এখানে ? হা ! সমস্ত শেষ হয়ে গেছে ? না এখনও জীবিত, নিঃশ্বাস পড়ছে-ওকে ? মহারাজ ੋ-ਫਾੜ মধ্যে ? হা ! মহারাজ গত প্রাণ ! কৈ জীবনের তো কোন লক্ষণ নেই, স্বপ্নময়ী তবে কি মূছ গেছে ? স্বপ্নময়ি স্বপ্নময়ি— স্বপ্নময়ী। ( চেতনা লাভ করিয়া) অ ! দেবতা !—দেবতা ! প্রভু! তুমি রক্ষা কর, রক্ষা কর, সৰ্ব্বনাশ হয়েছে—আমার পিত। আর নাই—(ক্ৰন্দন ) আমার পিতা—আমার অমন পিতা—আমার বৃদ্ধ পিতা—আমার মেহের পিতা—প্রভু দেখ কি হয়েছে—দেখ কি হয়েছে—দেবতা, আমার পিতাকে ফিরে দেও, আমার পিতাকে বঁাচাও— শুভ। হা অদৃষ্ট ! আমার জন্য এক জন স্ত্রী অনাথ হল— এক জন বীর অধঃপাতে গেল—একটি দুহিত। fครูลิส হল—আম! অপেক্ষা পাষণ্ড আর কে আছে ? স্বপ্ন। সে কি প্রভু, তোমার জন্য আমি পিতৃহীন হলেম, তোমার জন্ত ? শুভ স্বপ্নমন্নি, আমিই সমস্তের মূল ।