পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । Ꮌ☾ একজন পণ্ডিত। তত্ত্ববাগীশ মহাশয়—ওর মধ্যে একটা কথা আছে—অর্থের বায়ু মাত্রেই যে দুঃখ শাস্ত্রের এরূপ অভিপ্রায় নহে— ব্রাহ্মণ প্রভৃতি সৎপাত্রে দান করলে স্থখুও আছে—দানাৎ পরতরং নহি— • আননা । সে কথা সত্য। তবে কি না, বশিষ্ঠ দেব বলেছেন “নচ ত্রিভুবনেশ্বৰ্য্যান্ন কোষাদ্রত্নধারিণঃ ফলমাসাদ্যতে চিত্তাৎ যন্মহত্ত্বেীপবৃংহিতং” মহা চিত্তসম্পন্ন ব্যক্তির নিজ চিত্ত হইতে যে ফল লাভ হয়, অপর ব্যক্তির রত্নপূর্ণ ভাণ্ডার এবং ত্রিভুবনের ঐশ্বৰ্য্য লাভেও তাদৃশ ফল লাভ হয় না । একজন পণ্ডিত। তবে কি আপনি বলেন—মহারাজ এই সমস্ত সসাগর। পৃথিবীর অধীশ্বর হয়ে সমস্ত ঐশ্বৰ্য্য-বাসনা পরিত্যাগ করে নিশ্চেষ্ট হয়ে থাকবেন। গৃহী ব্যক্তির পক্ষে কাৰ্য্য পরিত্যাগ কগন সম্ভবপর নয়। নারদ ঋষি যুধিষ্ঠিরকে বলেছিলেন— গৃহস্থস্য ক্রিয়াত্যাগে ব্রতত্যাগে বটেরপি তপস্বিনে গ্রামসেবা ভিক্ষোরিন্দ্রিয়লোলত আশ্রমাপসদস্থেতে খল্লাশমবিড়ম্বকাঃ। গৃহস্থের ক্রিয়াত্যাগ, ব্রহ্মচারীর ব্ৰতপরিত্যাগ তপস্বীর গ্রামে বাস এবং সন্ন্যাসীর ইন্দ্রিয়চাপল্য এই সকল আশ্রমের বিড়ম্বনা।