পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wり স্বপ্নময়ী নাটক । আনন্দ। তর্কালঙ্কার খুড়ে থামো, সে সব জানা আছে। ভগবান শিব বলেছেন— o সমাপ্যাহিককৰ্ম্মণি স্বাধ্যায়ং গুহকৰ্ম্ম বা গৃহস্থোনিয়তং কুৰ্য্যামৈবতিষ্ঠেন্নিৰুদ্যমঃ। কোন শাস্ত্র আমার জানা নেই যে তুমি আমার সঙ্গে তর্ক করতে এসো। তুমি তো হরিনাথ ভট্টাচার্যের সন্তান—তোমার বিদ্যা বুদ্ধি আমি কি না জানি। তর্ক। তত্ত্ববাগীশ মহাশয় রাগবেন না-শাস্ত্র বিষয়ে বাক্যা লাপ হচ্চে, এতে ক্রোধের কোন কারণ নেই! আনন্দ । ক্রোধের কোন কারণ নেই ? আমার কথাটা শেষ না করতে করতেই তুমি কি না আর একটা কথা নিয়ে এলে! ক্রোধের কোন কারণ নেই ? রাজা। তোমরা থাম, মিথ্যা কলহে কোন ফল নেই-আমি মীমাংসা করে দিচ্চি। ঋষিবর অগস্ত্য বলেছেন— সকল পণ্ডিত্ব। থামুন থামুন, মহারাজ বল্‌চেন—আহা মহারাজের কথা অমৃত-সমান—আহা অমন পণ্ডিত কি আর ভূভারতে আছে–শাস্ত্র জ্ঞানে স্বয়ং রাজর্ষি জনক। রাজা। উভাভ্যামেব পক্ষাভ্যাং যথা খে পক্ষিণাং গতিঃ । তথৈব জ্ঞান কৰ্ম্মভ্যাং জায়তে পরমং পদং ।