পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eषंभ ॐछ । २& অন্য ৫। ৭ জন ইতর লোকের প্রবেশ । একজন স্ত্রী। (স্বরজকে দেখিয়া )—আহা বাবার কি রূপ— আর একজন সারে মর মাগি-শুনি তো পুরুত ঠাকুর-বাবা এখনও আসেন নি । • স্ত্রী। পুরুড ঠাকুর-আ: তা বেশ, পুরুত ঠাকুরটিও দিব্যি— একজন। উনি কি কম লোক-উনি একজন সিদ্ধ পুরুষ— আর একজন। উনি দয়ার সাগর। আর একজন উনি আমাদের হয়ে বাবার কাছে কত বলেন। একজন। বাবা কখন আসবেন ঠাকুর ? হর। কখন জাসবেন আমি কি ক'রে বলব—সকলই প্রভুর ইচ্ছা—আজি নাও আসতে পারেন। সকলে। আজ আসবেন না ?—অাজ আসবেন না –আমর। যে ঠাকুর অনেক দূর থেকে এসেছি— স্বর। তোমাদের যদি ভক্তি অটল থাকে, তা হ’লে দেখা দিতেও পারেন । সকলে । আমাদের ভক্তি নেই ? আমরা দিবেরাত্তির তাকে ডাকচি (উচ্চৈঃস্বরে ) প্রভুগো আমাদের একবার দেখা দাও বাবা— একজন। অনেক কষ্ট ক’রে আমরা এসেছি বাবা । আর একজন। আমরা বড় কষ্ট পাচ্চি, আমাদের উদ্ধার কর বাবা । একজন। মহাপ্রভুর জয়—বল বাবার জয়—