পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9o স্বপ্নময়ী নাটক । সকলে মিলিয়া। ( অজুলি ঘুরাইয়া) মহাপ্রভুর জয় —বাবার खग्न - <! 62 1 একজন। ঠাকুর ভূমি না বোল্পে হবে ন—তুমি একবার বাবাকে ডাকো । স্বর। আচ্ছা ( দণ্ডায়মান হইয়া) সকলে। এইবার ঠাকুর ডাকৃচেন্‌—বেঁচে থাক ঠাকুর—বেঁচে থাক ঠাকুর—তুমি কাঙ্গালের মা বাপ, তুমি দয়ায় সাগর। স্বর। (যোড় হস্তে গম্ভীর স্বরে ) প্ৰভো! পুতিতপাবন ভক্তবৎসল—তোমার ভক্তদের কাছে একবার প্রকাশ হও—ওরা তোমার দর্শন লাভের জন্য অনেক দূর থেকে এসেছে-ওদের মনোবাঞ্ছা পূর্ণ কর—প্রভো তোমার জয় হোক! সকলে মিলিয়া। প্রভুর জয় হোক! মহাপ্রভুর জয় হোক! লতাপাত ঝোপবীপের মধ্য হইতে ছদ্মবেশী শুভসিংহের প্রবেশ ও আসনে ধ্যানের তাবে উপবেশন। সকলে । ( ঐ এসেছেন ঐ এসেছেন। (সুরজ ও সকলের সাষ্টাঙ্গে প্ৰণিপাৎ ) স্ত্রীলোকদ্বয়। (সাষ্টাঙ্গে প্ৰণিপাত করত) প্রভো—বাবা— (ক্রনান) আমি যে বড় দুঃখী।