পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिजैग्न अंश् । లీసి ধীরে, বয়ান তুলিয়া, নয়ান খুলিয়া হাসিব সুখের হাস ! * আমার কপোল ভোরে শিশির পড়িবে বরে নয়নেতে জল, অধরেতে হাসি মরমে রহিব মরে । তাহারি স্বপনে আজি মুদিয়া রয়েছি আঁখি, কখন আসিবে প্রাতে আমার সাধের পাখি, কখন জাগবে মোরে আমার নামটি ডাকি ! স্বপ্ন। থাকু সখি থাক্ তবে স্বপনে মগন ভাঙ্গাব না আমি তোর সাধের স্বপন । (পুষ্প চয়ন করিতে করিতে অরণ্যের অন্য দিকে গমন ও মালতী-লতাকে দেখিয়া । ) ( মালতীর প্রতি গান ) গৌড় সারং—কাওয়ালি । আশধার শাখা উজল করি, হরিত পাতা ঘোমটা পরি,