পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । , se তোমার-তোমার—ভারি-অন্যায় না হোকৃ—কাজটা তেমন ভাল । হয় নি—তুমি কি ইচ্ছে করে—সেদিন তত্ববাগীশ মহাশয়ের অপমান করেছিলে ? ' জগৎ —মহারাজ !—অপমান করা আমার অভিপ্রায় ছিল না— তবে কি না, সে সময় যেরূপ বিপদের সংবাদ পাওয়া গিয়াছিলসে রকম না করলে দেখলেম মহারাজের মনোযোগ করাবার আর উপায় নাই—তাই— · রাজা। ও । তাই—আমিও তাই মনে করেছিলুম-বুকেছ তথবাগীশ মহাশয় । জগতের কোন মন্স অভিপ্রায় ছিল না—কিন্তু জগৎ তোমার কাজটাও বড় ভাল হয় নি-বুকেছ ?—আমি বলচিনে তোমার অভিপ্রায় খারাপ ছিল—কিন্তু কাজটাও তেমন ভাল হয় নি-বুবেছ ? জগৎ । আজ্ঞা হা । রাজা । আচ্ছা—আচ্ছ—যাও—বুঝেছ—আর ও রকম কখন কোরো না । - (জগতের প্রস্থান।) রাজা। বুঝলেন, ওর কোন অভিপ্রায় মন্ত্র ছিল না—এখনও যে আপনাকে বিমর্ষ দেখছি ?—আপনার এখনও কি-বলুন না। আনন্দ । মহারাজ—জামি মনে করেছিলুম রাজবাটাতে আর জাস্ব না—কি গরিব ব্রাহ্মণ না এলেই বা চলে কৈ –বিশেষতঃ