পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર স্বপ্নময়ী নাটক । তৃতীয় গর্ভাস্ক। حسیه، es8س-- রাজবাটীর বহিরুদ্যান । জগৎরায় ও রহিম খাঁ । জগৎ। দেখ রহিম—রোজ রোজ শীকার ভাল লাগে না— বড় পুরোনো হয়ে গেছে—আর একটা কিছু মতলব ঠাওরাও । কি করা যায় বল দিকি ? একটা কিছু আমার উত্তেজনা চাই—আমি চুপ চাপ করে বসে থাকতে পারিনে। রহিম। কি বল্লেন কুমার ?—উত্তেজনা ? (ঈষৎ হাস্য) জগৎ । কেন—হাস্চ যে ?—আচ্ছা একটা কি বিদ্রোহের গুজব শুনেছিলেম—সেটা কি সত্যি ?—অ ! তা হলে যুদ্ধ করে বঁচি—তা হলে সম্রাট আরংজীবের কাছে আমার বীরত্বের একবার পরিচয় দি—রহিম বিদ্রোহের কথা কি তুমি কিছু শোন নি ? o রহিম । কুমার ও সব কথা শোনেন কেন ?—ও একটা মিথ্যা গুজব মাত্র । জগৎ। মিথ্যা গুজব ?—আমাকে মন্ত্ৰী নিজে বল্লে—আর ভুমি বল চ মিথ্যা গুজব ?