পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরবিতান ১৩ একলা বসে হেরো তোমার ছবি এসো এসো ফিরে এসো ব’ধ হে ওগো সন্দের, একদা কী জানি ওরে কী শুনেছিস ঘামের ঘোরে কৃষ্ণকলি আমি তারেই বলি কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি কেন বাজাও কাঁকন কন কন চিত্ত আমার হারালো আজ তোমার প্রেমে ধন্য কর যারে ধৰনিল আহবান মধর গভীর নিশা-অবসানে কে দিল গোপনে আনি, পথ এখনো শেষ হল না পরোনো জানিয়া চেয়ো না আমারে পণ প্রাণে চাবার যাহা রিক্তহাতে পবেগগনভাগে দীপ্ত হইল সপ্রভাত ফলে তুলিতে ভুল করেছি বজ্ৰে তোমার বাজে বাঁশি বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে বসন্ত তোর শেষ করে দে রঙগ যা পেয়েছি প্রথম দিনে সকরণ বেণ বাজায়ে কে যায় সাথক কর সাধন হায় অতিথি, এখনি কি হল তোমার হায় হায় হায়, দিন চলি যায় স্বরবিতান ১৪ নবগীতিকা প্রথমখন্ড আকাশে আজ কোন চরণের আজ তালের বনের করতালি অাঁধার-কুড়ির বাঁধন টটে আমায় দাও গো বলে আমার দোসর যেজন ওগো তারে আমার মনের কোণের বাইরে , আমার মনের মাঝে যে গান বাজে আমার যদিই বেলা যায় গো বয়ে আমার সরে লাগে তোমার হাসি সচীপত্র স্বরবিতান ১৪ আমার হদয় তোমার আপন হাতের আমারে ডাক দিল কে ভিতর-পানে আমি এলেম তারি বারে এই শ্রাবণের বকের ভিতর আগন এ কী সাধারস আনে ওগো আমার শ্রাবণ-মেঘের কেন-যে মন ভোলে আমার কোথা হতে শুনতে যেন পাই খেলার ছলে সাজিয়ে আমার তিমির-অবগন্ঠেনে বদন তব ঢাকি তোমরা যা বল তাই বল দিন অবসান হল দীপ নিবে গেছে মম নিশীথসমীরে দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া নীল দিগন্তে ওই ফলের আগন পাণ চাঁদের মায়ায় আজি বসন্ত তার গান লিখে যায় বাদল-মেঘে মাদল বাজে বঝেছি কি বুঝি নাই বা মাধবী হঠাৎ কোথা হতে মেঘের কোলে কোলে যায় রে চলে রজনীর শেষ তারা, গোপনে অধিীরে সারা নিশি ছিলেম শনয়ে বিজন ভুয়ে হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায় হৃদয়ে ছিলে জেগে স্বরবিতান ১৫ নবগীতিকা দিবতীয়খন্ড অনেক কথা বলেছিলেম আজ আকাশের মনের কথা আজ তারায় তারায় দীপ্ত শিখার আজ নবীন মেঘের সরে লেগেছে আজি বষ"ারাতের শেষে আজি হৃদয় আমার আমার কন্ঠ হতে আমি কান পেতে রই আসা-যাওয়ার পথের ধারে