পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাথ হে, প্রেমপথে সব বাধা নিত্য নব সত্য তব নিশীথশয়নে ভেবে রাখি মনে পণে আনন্দ গুণে মঙ্গলরাপে প্রভু, খেলেছি খেলা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ভয় হতে তব অভয়-মাঝে যে কেহ মোরে দিয়েছ সখে শক্তিরােপ হেরো তাঁর স্বরবিতান ২৩ ব্রহয়সঙ্গীত-স্বরলিপি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ডের যথাক্রমে ৫টি, ১৭টি ও ৩টি গান আজি বহিছে বসন্তপবন আজি হেরি সংসার অমৃতময় আমার মাথা নত করে দাও হে আমি দীন অতি দীন এ কী এ সন্দের শোভা এ কী স্যগন্ধহিল্লোল বহিল কোথা আছ প্ৰভু তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা দেবাধিদেব মহাদেব পেয়েছি অভয়পদ, আর ভয় কারে ১২ স্বরবিতান ২৩ প্রতিদিন তব গাথা গাব আমি সমধর প্রভাতে বিমল আনন্দে প্রেমানন্দে রাখো পণ বোধেছ প্রেমের পাশে ভুবন হইতে ভুবনবাসী মাঝে মাঝে তব দেখা পাই মিটিল সব ক্ষুধা শীতল তব পদছায়া সকল গবী দরে করি দিব সত্যমঙ্গল প্রেমময় তুমি সন্দের বহে আনন্দমন্দানিল হায় কে দিবে আর সান্তুনা হাদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে হেরি তব বিমল মুখভাতি স্বরবিতান ২৪ ব্রহয়সঙ্গীত-স্বরলিপি চতুথ ও পঞ্চম খণ্ডের . যথাক্রমে ১৯টি ও ৬টি গান অন্তর মম বিকসিত কর অমল কমল সহজে জলের কোলে অখিজল মছাইলে জননী আজি মম জীবনে নামিছে আমি কেমন করিয়া জানাব আমি জেনে শুনে তব ভুলে আছি আমি বহন বাসনায় প্রাণপণে চাই ওই পোহাইল তিমিররাতি ওঠ ওঠ রে বিফলে প্রভাত বহে যায় যে কে যায় অমাতধামযাত্রী জাগ্রত বিশ্ব-কোলাহল-মাঝে ডাকিছ শনি জাগিন: প্ৰভু নব আনন্দে জাগো আজি । নব নব পল্লবরাজি নিত্য সত্যে চিন্তন করো রে নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে পিতার দয়ারে দাঁড়াইয়া সবে পেয়েছি সন্ধান তব স্বরবিতান