পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরবিতান ২৪ ठाउ िलन आशि प्रश् छौवनभ्दान्नौ বাণী তব ধায় অনন্ত গগনে ভুবনেশ্বর হে মোরে বারে বারে ফিরালে সবে আনন্দ করো সবে মিলি গাও রে হে মন তাঁরে দেখো স্বরবিতান ২৫ ব্রহয়সঙ্গীত-স্বরলিপি পঞ্চম ও ষষ্ঠ খন্ডের যথাক্ৰমে ২০টি ও ৫টি গান অন্তরে জাগিছে অন্তরযামী অনিমেষ আখি সেই কে দেখেছে অসীম আকাশে অগণ্য কিরণ আজ বুঝি আইল প্রিয়তম আজি এ আনন্দসন্ধ্যা কামনা করি একান্তে কে রে ওই ডাকিছে কোথায় তুমি আমি কোথায় চরণধনি শুনি তব নাথ তারো তারো হাঁর দীনজনে তোমারি ইচ্ছা হউক পাণ দখ দরে করিলে দখের বেশে এসেছ বলে নিকটে দেখিব তোমারে নিশিদিন চাহো রে তাঁর পানে পিপাসা হায় নাহি মিটিল প্রচণ্ড গজানে আসিল একি দুদিন বসে আছি হে কবে শানিব বিপদে মোরে রক্ষা কর বিপলে তরঙ্গ রে বীণা বাজাও হে মম অন্তরে মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে যারা কাছে আছে তারা কাছে থাক সংসারে কোনো ভয় নাহি হৃদয়বেদনা বহিয়া প্ৰভু সচীপত্র স্বরবিতান ২৬ ব্ৰহনসঙ্গীত-স্বরলিপি ষষ্ঠ খন্ডের ২৫টি গান আজি রাজ-আসনে তোমারে বসাইব আমার এ ঘরে আপনার করে আমার বিচার তুমি কর ইচ্ছা হবে যবে লইয়ো পারে একমনে তোর একতারাতে এত আনন্দধবনি উঠিল এসেছে সকলে কত আশে কত অজানারে জানাইলে তুমি কণী ভয় অভয়ধামে কেন জাগে না জাগে না কেমনে রাখিবি তোরা কোথা হতে বাজে প্রেমবেদনারে কোন শভেখনে উদিবে নয়নে জননি, তোমার করণ চরণখানি জীবনে আমার যত আনন্দ ডেকেছেন প্রিয়তম তব অমল পরশরস তব, প্রেম-সাধারসে মেতেছি তুমি জাগিছ কে তুমি নব নব রপে এস প্রাণে তুমি যত ভার দিয়েছ সে ভার তোমার দেখা পাব বলে পাদপ্রান্তে রাখ সেবকে প্রেমে প্রাণে গানে গন্ধে বরিষ ধরামাঝে স্বরবিতান ২৭ ব্রহয়সঙ্গীত-স্বরলিপি ষষ্ঠ খন্ডের ও বৈতালিকের যথাক্রমে ১৯টি ও ৫টি গান অন্ধজনে দেহ আলো আছে দুঃখ আছে মৃত্যু আজি প্রণমি তোমারে আনন্দ তুমি স্বামী আমি সংসারে মন দিয়েছিন এসো হে গহদেবতা (এসো আশ্রমদেবতা) సిరి