পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরবিতান ৪১ বাণী বীণাপাণি, কর্ণাময়ী ব্যাকুল হয়ে বনে বনে মরি ও কাহার বাছা রাখা রাখ, ফেল ধন রাঙা-পদ-পদ্মযাগে প্রণমি গো ভবদারা রাজা মহারাজা কে জানে রিম্ ঝিম্ ঘন ঘন রে শোন তোরা তবে শোন শোনা তোরা শোন এ আদেশ শ্যামা, এবার ছেড়ে চলেছি মা সদারমশায় দেরি না সয় সহে না সহে না কাঁদে পরান হা, কী দশা হল আমার স্বরবিতান ৫o ॥ শেফালি অমলধবল পালে লেগেছে আজ ধানের খেতে রৌদ্রছায়ায় আজ প্রথম ফলের পাব প্রসাদখানি আজি শরততপনে প্রভাতস্বপনে আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান আমরা বেধেছি কাশের গচ্ছ আমায় বধিবে যদি কাজের ডোরে আমার নয়ন-ভুলানো এলে আমি চাহিতে এসেছি শুধু একখানি আমি চিনি গো চিনি তোমারে আহা জাগি পোহালো বিভাবরী ওগো, কে যায় বাঁশরি বাজায়ে ওগো শেফালি বনের মনের কামনা কেন যামিনী না যেতে জাগালে না তব মনে রেখো তোমার মোহন রাপে কে রয় ভুলে তোমার সোনার থালায় সাজাব আজ নবকুন্দধবলদলসশীতলা বাজিল কাহার বীণা মধরে সবরে বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে বকের বসন ছিড়ে ফেলে মেঘের কোলে রোদ হেসেছে শরৎ, তোমার অর্ণ-আলোর অঞ্জলি শরত-আলোর কমলবনে 놀8 স্বরবিতান ৫o শরতে আজ কোন অতিথি সখী, আমার দয়ারে কেন আসিল সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে হেলাফেলা সারাবেলা স্বরবিতান ৫১ আমরা লক্ষীছাড়ার দল আমাদের সখীরে কে নিয়ে যাবে আমি কেবলি স্বপন করেছি বপন ও কী কথা বল, সখী ও জোনাকি, কী সখে ওই ডানা দটি ওকে কেন কাঁদালি ওগো ভাগ্যদেবী পিতামহী ক্ষমা করো মোরে সখী খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে জল জল চিতা বিগণ বিগণ তরী আমার হঠাৎ ডুবে যায় তুমি আছ কোন পাড়া নাচ শ্যামা, তালে তালে ফলটি ঝরে গেছে রে বিধি ডাগর অখি যদি দিয়েছিল মখের হাসি চাপলে কি হয় যে ফলে ঝরে সেই তো ঝরে সাধ করে কেন সখা, ঘটাবে গেরো হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার স্বরবিতান ৫২ অচলায়তন ও মুক্তধারা নাটকের গান আজ যেমন করে গাইছে আকাশ আমরা চাষ করি আনন্দে আমরা তারেই জানি তারেই জানি আমাকে যে বধিবে ধরে আমি মারের সাগর পাড়ি দেব আমি যে সব নিতে চাই আর নহে আর নয় আলো আমার আলো এ পথ গেছে কোনখানে গো এই একলা মোদের হাজার মানুষ স্বরবিতান