পাতা:স্বরবিতান সূচীপত্র.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রসংগীতের সমাদয় স্বরলিপি সংকলন করিতে স্বরবিতানের কল্পনা। অদ্যাবধি ছাপান্নটি খণ্ড প্রকাশিত হইয়াছে। পরবতী বিস্তারিত সচাঁর সাহায্যে এই ཧྥུ་ལ་ཥ ལྡན་ཁལ་ ཨ་ལ་ ཨ་ལ་ ཨ་ར་ ཨ་ར་ ༡༩༩༥ ཡ༧..”། ཨ༥ ཨ་ཙ། ཕ་ལ་ | যাহা পাবে সাময়িক পত্রে বা গ্রন্থান্তরে মাদ্রিত, যাহা একমাত্র পাণ্ডুলিপি-আকারে বৰ্তমান, যাহা প্রমাণিক সত্রে সংগহীত হইয়াছে বা হইতে পরিবে—এই সমুদয় স্বরলিপি খণ্ডে খণ্ডে যথোচিত পর্যায়ে প্রকাশিত হইতেছে। কেবল রবীন্দ্রসংগীতসংবলিত যে-সকল স্বরলিপিগ্রন্থ পবে নামান্তরে প্রচলিত ছিল সেগুলি প্রায়শঃই স্বরবিতানের কোনো-না-কোনো খণ্ডের আকারে পনরায় প্রচারিত হইয়াছে—পবপ্রচলিত নামও অক্ষণ আছে। পক্ষান্তরে অরুপরতন (স্বরবিতান ৪২) বা কালমৃগয়া (স্বরবিতান ২১) বা ফাগনী (স্বরবিতান a) বতমান গ্রন্থপ্যায়েই প্রথম প্রকাশ লাভ করিয়াছে; নামেই তাহাদের পরিচয় বঝো যায়। মাঘ ১৮৮০ শক