পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Այ- স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী গিয়াছিলেন এবং পুলিস-শাসন বন্ধ রাগিয়া—তাহাদের মতে উত্তেজনার যিনি মুণীভূত কারণ, তাহাকে অর্থাৎ সভাপতি মহাশয়কে বন্দী করিয়া ম্যাজিষ্ট্রেটের নিকট হাজীর করিবার হুকুম আনিয়াছিলেন । custförsälä of “very sorry, very sorry” বলিয়। তিনি দুঃখ প্রকাশ করিলেন। জ্যোতিৰ্ম্ময়ী বলিলেন, “এখন এ দু:থ আপনার মৌখিক, কিন্তু একদিন এ দন্ত সত্যই আপনাদের sorry হ’তে হবে--আর এই ‘বন্দে মাতরম্ গীত শুনে আপনারাও একদিন সন্মান ভরে মাথা নোয়াবেন ; এই আমার ভবিষ্যদ্বাণী !” “পুলিস-সাহেব” একটু অবিশ্বাসের চাসি হাসিয়া উপহাসের ভাবে মাথা নোয়াইলেন । জ্যোতিৰ্ম্ময়ী নিজের দলবলকে লক্ষ্য করিয়া বলিলেন,—“বল ভাই সকলে ‘বন্দে মাতরম্ " সকলে ‘বন্দে মাতরম্ ধ্বনি করিয়া উঠিল - “সঙ্গেব” তাহ নিবারণের কিছুমাত্র প্রয়াস না পাইয় নিস্তন্ধে চলিয়া গেলেন। »Ita sUa Africata- Poor tliing ■ ■ wish she was not trapped into this dengerous pit. Thousand curses to that—leader. নিরীহ প্রেসিডেণ্ট বন্দিরূপে ম্যাজিষ্ট্রেটের সমীপে আনীত হইলেন । “সাহেবের” অপৰ্য্যাপ্ত কটুক্তি তাহার উপর বর্ধিত হতে লাগিল। শিরোভূষণরূপে তাহা ধারণ করিরা তখনকার মত রাজ-জামীনে মুক্তিলাভ করিয়া তিনি সভায় ফিরিয়া আসিলেন । রাজা প্রেসিডেন্টের সহবন্তী হইয়াছিলেন । ইতিমধ্যে কন্‌ফারেন্স আরম্ভ হইয়া গিয়াছে। সভামণ্ডপের এক পাশ্বে গালিচ1-শয্যর উপর শতাধিক অণহত বালক-কেই শুইয়া, কেহ বসিয়া অাছে, সকলেরই পাশ্বে তাহীদের নির্শন। সভা বসিবার পুৰ্ব্বে যখন “বন্দে মাতরম্ ধ্বনি উঠিল, তখন যাহারা শুইয়াছিল, তাহারণ ও নিশান উঠাইল, যাহার এক হাতে আঘাত লাগিয়াছিল––সে অন্ত হাতে নিশান তুলিয়া ধরিল—দর্শকদিগের নয়নে জাতীয়-জীবনের কর্তব্য-পথ যেন উহাতে মুক্ত হইয়া গেল। রাজকুমারী আহত বালকদিগের নিকটেই বসিয়াছিলেন ; তাহtর নযনে অশ্রু—হৃদয়ে তপ্ত বেদন ; কিন্তু আশাপূর্ণ গৰ্ব্বোচ্ছ্বাসে তাহার মুখী দীপ্তোজ্জল –‘রণ মত্ততার মধ্যে জীবনদান সহজ ; কিন্তু তায় কৰ্ত্তব্যের অনুরোধে শস্ত্রবলের সহিত নিরস্ত্র প্রাণপণ যাহারা করিতে পারে, তাছাদর জাতীয় মহত্ব জগতে অতুলনীয় এবং এই মহৎ জাতির ভবিষ্যৎ যে আশা-সমুজ্জল, তাহাতে সন্দেহ নাই।’ এইরূপ চিন্তার মধ্যে জ্যোতিৰ্ম্ময়ীর নয়ন যেন সাগ্ৰছে কাহার - অন্বেষণ করিতেছিল—কিন্তু তাহার দর্শন পাইল না। গান আরস্ত হইল,--এ গানটি জ্যোতিৰ্ম্মীরই রচনা |

কেমন ক’রে বলব তোরে ভালবাসি কত, মা গো ভালবাসি কত ! কিছু ত দেখি ন মধুর তোমার রূপের মত ! চাদ কি ধরে তত আলো - তুমি যত জ্যোতি ঢালো ! তব পদ-কোকনদে পারিজাত অবনত । জননী গে৷ জন্ম ভূমি নমস্কার শত শত ! > হাসিতে নয়নে তব মণিরত্ন ঝরে ; নয়নের অশ্রীকণা প্রাণ-দাহ করে । তুমি মা গৌরব-স্মৃতি, নয়নে আনন্দ প্রীতি সকল মুখের নিদান তুমি, দুঃখ-সহন ব্রত ! জননী গো জন্মভূমি নমস্কার শত শত ! শুনেছি ত্রিদিবে দেবী রূপে অতুলনা ; তুমি কি বিতর সেথা তব বিভাকণা ? মুকুট তব শশিরবি ; তাই ত তারা মোহন ছবি— তব হিম-নিকেতনে নন্দন কল্পনাহত । জননী গো জন্মভূমি নমস্কার শত শত । 8 ষড় ঋতু, মা তোমার বীণার ঝঙ্কার ; নব নব রাগে কিবা বাজে চমৎকার! শীত গ্রীষ্ম বরষায়, বসস্তের পার্থী গায়, শুiাম-কুঞ্জে পুঞ্জে-পুঞ্জে ফোটে ফুল অবিরত ! জননী গো জন্মভূমি নমস্কার শত শত । 6. সাগর চরণ বন্দে গর্জন তরঙ্গে— বক্ষে গঙ্গা স্তম্ভমুধা ঢালিছে অভঙ্গে ! অঞ্চলে ভরিয়া ধান্ত সবে বিতরিছ অল্প । তোমাতে হয়েছি ধন্ত দয়ামরি, বঙ্গ-মাতঃ ! জননী গে৷ জন্মভূমি নমস্কার শত শত । গানের পর বক্তৃগণ একের পর একে তাছাদের বক্তব্য প্রসঙ্গের মধ্যে অদ্যকণর এই অত্যাচার কাহিনী ওজস্বিনী ভাষায় বিবৃত করিতে লাগিলেন । বৃটিশ