পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σά ο এই ক্ষুদ্র সম্বোধন-শব্দের মধ্যে একটা মৰ্ম্মাস্তিক আকুল প্রশ্ন অভিব্যক্ত হইয়া উঠিল। রাজা কহিলেন—“চল রাণি, ঘরে গিয়ে সব কথা বলছি । " বলিয়া কন্যার স্বন্ধে স্বেচ্চ হস্ত সংস্থাপনপূৰ্ব্বক পার্শ্ববৰ্ত্তী চরকরাকে কছিলেন —“ডাক্তারকে ডেকে আন " জ্যোতিৰ্ম্মী কহিল, -“ডাক্তfব-দ। তোমার অপেক্ষায় বারান্দাতেই আছেন । তিনি কাল বাড়ী যেতে চান ৷” পিতা, কল্প। গৃহে প্রবেশ করিয়া আসন গ্রহণ করিবার পর শরৎকুমার নিকটে আসিয়া দাড়াইলেন। রাজা তাহাকে উপবিষ্ট হইতে ইঙ্গিত করিয়া কছিলেন—“বোসে ডাক্তার । তুমি আমাদের ছেড়ে যেতে যাও, কিন্তু আমরা তোমাকে ছাড়তে পারি কই !” শরৎকুমারের মুখ চাস্ত-প্রফুল্প হইহা উঠিল, তিনি কহিলেন—“আমি ত যাবার কথা এখনো আপনাকে জানাই নি ।” —"মনের কথা মুথের অপেক্ষায় সব-সময় যে অব্যক্ত থাকে না, এই হু দায় । কিন্তু আপাততঃ একটা যে মহা দায়ে পড়া গেছে, তা থেকে তোমাকে উদ্ধার করতে হবে i* বলিয় রাজা সংক্ষেপে তাহার লাঠিয়ালগণের জখম চওয়ার বৃত্তাস্ত বলিলেন। শরৎ কহিলেন— *রোগীর চিকিৎস। ত আমার কৰ্ত্তব্য কৰ্ম্ম ; আপনি যদি সে জন্য আমাকে আমন ক’রে অনুরোধ করেন ত লজ্জায় পড়তে হয় । আপনার হাসপাতালে এত প্রবীণ চিকিৎসক থাকতেও আপনি যে আমার মত নবীন চিকিৎসকের উপর এতদূর বিশ্বাস স্থাপন করেছেন, এতে ভ আমিই কৃতজ্ঞ ” জ্যোতিৰ্ম্ময়ীর মন হইতে কিছু-পূর্বের অ প্রসন্নভাব একেবারেই মুছিয়া গিয়াfছল ; সে তাহার আনন্দপুর্ণ দৃষ্টি শরতের মুখের প্রতি স্থাপন করিয়া কহিল— “ডাক্তার-দা, আপনার বিনয়ের এক কড়াও যদি পেতুম আমি !” “বিনয় না রাজকুমারি, সত্যই আমি আপনাদের সদয় ব্যবহারে সর্বপ্রাণে- “এই পর্য্যস্ত বলিয়া শরৎ সহসা থামিয়া গেলেন ; ক্ষণপূর্বে এইরূপ ভাষার পর রাজকুমারীর নয়নে, স্বরে, কথায় যে বিরক্তি প্রকাশিত হইয়াছিল, তাহ মনে পড়িয়া গেল,---কথাটা অসমাপ্ত রাখিয়াই- রাজার দিকে চাহিরা শরৎ কহিলেন “ঘটনাটা ঘটেছে কোন সময় আঘাত পেয়েছে তারা কখন ?” রাজা কহিলেন—“শেষরাত্রি থেকে মারামারি মুরু হ’য়ে আজ সকাল আটটা পর্যান্ত চলেছিল ।” স্বর্ণকুমারী দেবার গ্রন্থাবলী —“এ পর্য্যস্ত তাদের ক্ষতস্থানে কোন ডাক্তারের হাত পড়েনি বোধ হয় ?” —“না। তবে লাঠিয়ালরা সাধারণতঃ নিজের চিকিৎসা নিজেরাই করে। অনেক ডাক্তারের চেয়ে তাদের মধ্যে কেহ কেহ এ-রকম ডাক্তারিতে বরঞ্চ বেশ পটু ৷ তবে এবারকার দাঙ্গায় আমার লোকজনেরা তেমন প্রস্তুত ছিল না ; তাই বেশী লোকও জখম হয়েছে আর দু'এক জন বেশী রকম চোটও পেয়েছে .সৰ্দ্দারের অবস্থা এতই খারাপ যে,তুমি আছ ব’লেই ভরসা হচ্ছে যে তবুও হয় ত বেঁচে যাবে।” - "কিন্তু এরকম আঘাতের চটুপটু প্রতিবিধান আবশুক । আমার কি সেখানে যেতে হবে ?” - “না। পালকী ক’রে তাদের আনা হচ্ছে। এখনি তারা এসে পড়বে ।” বলিতে বলিতে খবর পাওয়া গেল,—আহতের হাসপাতালে আসিয়া পৌছিয়াছে, নীচে মোটর প্রস্তুত ছিল— শরৎকে সঙ্গে লইয়া পবন-বেগে অবিলম্বে রাজাবাহাদুর হাসপাতালে আসিয়া উপস্থিত হইলেন । অদ্যান্য আঙ্গতদিগের শুশ্রুষা-ভার হাসপাতালের চিকিৎসকগণের উপর দিয়া শরৎ সর্দারের ক্ষতস্থান পরীক্ষা করিয়া দেখিলেন—তাহার এক-দিকের কণ্ঠীস্থি ভাঙ্গিয়া গিয়াছে,—মনে হয় যেন ভোতা খঙ্গের আঘাতে স্কন্ধ বিচ্ছিন্ন হইয়ু পড়িয়াছে ; রোগী অৰ্দ্ধ অচেতন । শরৎকুমার ক্লেরোফৰ্ম্ম দ্বারা তাহাকে সম্পূর্ণ সুপ্ত করিয়া ক্ষতস্থান ছেদনপূর্বক সন্তর্কত। এবং তৎপরতার সহিত ভগ্নাস্থিগুলি যথাস্থানে পুনঃংযোজিত করিয়া ঔষধাদি লেপনপূর্বক মুনিপুণভাবে বাধিয়া দিলেন। রাজা মুগ্ধনেত্রে তাহার হস্ত-নৈপুণ্য দেখিতে লাগিলেন। শরৎকুমারের কার্য্য শেষ হইবার পূৰ্ব্বেই দ্বারদেশে একটা গোলযোগ উখিত হইল ; রাজা তাড়াতাড়ি বারান্দায় আসিয়া দেখিলেন, হাসপাতালে প্রবেশ-উস্তত এক জন বৃদ্ধ লোককে প্রহরী বাধা দিতেছে। রাজাকে দেখিয়া প্রহরী সেলামপুৰ্ব্বক স্থির হইয়া দাড়াইল ; সেই অবকাশে বৃদ্ধ ছুটিয়া আসিয়া তাহার পদতলে পড়িয়া কাদিয়া কছিল “হুজুর, ধৰ্ম্মাবতীর রক্ষা করেন, আমার ছাইলার মুখের চাপ (চোয়াল ) ভাঙ্গা গেছে- ডাকৃতরের নামডাক শুইন অাইনি।” রাজা বুঝিলেন, ইহার বিপক্ষ-দলের লোক । কহিলেন—“কোথায় তোমার ছেলে ?” —“ঐ ডুলির মধ্যে গাছের তলায় ; হুকুম হইলেই আনি ৷”