পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্র এক জন কম্পাউণ্ডার একটু দূরে বারানারই এক অংশে দাডাইয়াছিল, সে রাজার পেছন হইতে বুদ্ধকে মুখ-শ্বিচাইয়া চপকণ্ঠে কহিল—“তোর জমাদারের কাছে যা না । ষার শিল যার নো ডা—তার ভাঙ্গ লেন মাপ,—আবার এখানে ডাক্তর দেথান্তে এসেছেন—ম'লেী যাঁ !" তাহার সকল কথা রাজার কর্ণে প্রবেশ করিল না, তবে সে যে বুদ্ধকে ভৎসনা করিতেছে—ইহা বুঝিয়া বলিলেন, “চুপ কর হে! মল্লযুদ্ধৰ্ম্মের নিকট পক্ষবিপক্ষ শুক্রমিত্র নাই । যাও সর্দার, তোমার ছেলেকুে নিরে এস।” ছন্মুখ কম্পাউণ্ডার রাজাদেশেও আত্মসম্বরণ করিতে না পারিয়া মুখের কথাগুল চিবাষ্টয়া অস্পষ্ট স্বরে কহিল—“হ্যা, তার পর আরাম হ’য়ে আবার আমাদের রাজার বিরুদ্ধে লড়।” এই কথা বলিয়৷ রাজাকে তাহার প্রতি ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপের অবসর না দিয়াই সরিয়া পড়িল । বৃদ্ধ ব্যক্তি রাজার প। ধরিরা কহিল,—“রামাবতার ! আপন এলাকায় আমাগো একরত্তি ভিটা দিতে আজ্ঞা হয়,—আমরা আর কোনখানে যামু না –চিরদাস হইয়া থাকিমু।” রাজাজ্ঞায় তাহায় পুত্র তৎক্ষণাৎ হাসপাতালে আনীত হষ্টল । রাজ-সর্দারের কণ্ঠের বঁাধন শেষ করিয়া শরৎকুমার বিপক্ষদলের লোকেরও চোয়াল ঠিক করিয়া বাধিয়া দিলেন । কার্য্য শেষ হইলে হস্তাদি প্রক্ষালণের পর রাজাকে বলিলেন,—“এদের ব্যাণ্ডেজ দু’দিনের আগে আর খোলার দরকার হবে না । ইতিমধ্যে আমার একবার কলকাতা থেকে ঘুরে এলে ভাল হয় । ব্যাণ্ডেজ খোলার পর যে-রকম ঔষধাদির দরকার— সে সব প্রায়ই এখানে কিছু নেই। আমি নিজে গিয়ে সে সব দেখে শুনে আনতে চাই । অাজই রাতে যদি ছাড়ি তা হ’লে জিনিষ-পত্র নিয়ে ঠিক সময়েই আবার ফিরে আসতে পারব ” তাছাই স্থির হইল, অনাদি নামে একটি বালককে সঙ্গে লইয়া সেই রাত্রেই শরৎকুমার কলিকাতা যাত্রা করিলেন । রাত্রিকাল,—ফষ্টি ক্লাশ ট্রেণের একটি কামরায় তাহারা দুষ্ট জন মাত্র আরোহী। অনাদি একপ্রাস্তের শয্যায় অৰ্দ্ধশায়িত অবস্থায় বসিয়া, ষ্টেশন হইতে কেনা আট আনা মূল্যের ডিটেকৃটিভ নভেল একখানা পাঠে মগ্ন ; অন্ত-প্রাস্তের শয্যায় গুইয়া শরৎকুমার মুক্ত বাতায়ন-পথে আকাশ নিরীক্ষণ কুরিতেছিলেন । কত পরিচিত অপরিচিত, একই S&S তারকারাশি ট্রেণের গতির সঙ্গে সঙ্গে ঘুরিয়া-ফিরিয়৷ বারবার তাহার নয়নের উপর ভাসিয়া উঠিতেছিল । গতির দ্রুততায় চেনা তাবীগুলিকেও সহসা তিনি চিনিতে পারিতেছিলেন না । গুরায়নে’র রাজসিংহাসনের অৰ্দ্ধেকখানা একবার তিনি প্রত্যক্ষ করিলেন, তাহার দুইটি নক্ষত্র পবিচিত সহাস্ত দৃষ্টিঙে তাহাকে যেন সম্ভাষণ করিয়া গেল । শরতের নেত্র তপন ঘুমে ভরিয়া আসিতেছে - ঘুমের ঘোরে তাহাব মনে হইল, উহাব মধ্যে জলজলে বড় তারাটি জ্যোতিৰ্ম্ময়ী, আর ছোটটি হাসি। দেখিতে দেখিতে র্তাহার তন্ত্রানিমৗলিত নেত্রে সেই দুইটি তারা মিলিয়া-মিশিয়া এক হইয়া গেল ; শরৎ নিদ্রাভিভূত হইয়া পড়িলেন । অৰ্দ্ধরাত্রে একটা ছোট ষ্টেশনে ট্রেণ থামিবামাত্র এক জন স্থূলকায় পাশ্চাত্য মূৰ্ত্তি সজোরে দ্বার খুলিয়া ভূত্যের সহিত কামরায় উঠিয়া পড়িল। মূৰ্ত্তিটি এতই রৌদ্রদগ্ধ যে, তিনি সে কোন জাতীয় জীব-অর্থাৎ খাটি ইয়োরোপীয় বা ফিরিঙ্গি– তাহা ঠিক বুঝা যায় না । তাহার ভূত্য কামরার দ্বারপ্রাস্তে দাড়াইয়া নিম্নস্থ কুলির নিকট হইতে সাহেবের আসবাব-পত্ৰ উপরে তুলিতে লাগিল। সাহেব দৃষ্টি দিতে লাগিলেন-নীচের শয্যা দুষ্টটার উপর । বিজুলি-আলোকে ছষ্টট ‘বার্থই নিগার-অধিকৃত দেখিয় তাহার মেজাজ অত্যন্ত গরম হইয়া উঠিল। ইচ্ছা হইতে লাগিল— ইহাদের একটাকে অন্তত: বজ্রবলে ধরিয়া জানালার বাহিরে নিক্ষেপ করেন। মুখের বিষয় এই যে, এ যুগে--ইচ্ছামাত্রেই সরাস্বরেরও মনস্কামনা পূর্ণ হয় না। পরিচিত ষ্টেশনমাষ্টারকে বলিয়া এ দুইটাকে যে গৃহ-বহিস্কৃত করিবার চেষ্টা করিবেন,—তাহারও সময় নাই । তখনই গাড়ী ছাড়ার ঘণ্টা পড়িল । ভূত্য জিনিষপত্রগুলা কামরার এক পাশেই শু,পাকৃতি করিয়া রাখিয়া শয্যাট উপরের বার্থের উপর ফেলিয়া তাড়াতাড়ি নামিয়া পড়িল । সাহেবের নিজের হাতে ছিল একটা গ্লাডষ্টোন ব্যাগ । তিনি সেটাকে অনাদির পায়ের কাছে খালি জায়গার উপরে রাখিয়া—তাহার মুখের উপর ঝু কিয়া পড়িয়া তাহাকে একবার ভাল করিয়া দেখিলেন, তাহার পর পুনরায় খাড়া হইয়া দাড়াইয়া উপরের বেঞ্চ দুই হাতে ধরিয়া স্বলিত বাক্যে বলিলেন—Sir Babooneau—will you get down.” $for: মুখ হইতে তখন ভুর্ভূৰ্ব কয়িয়া মদের গন্ধ বাহির হইতেছিল । অনাদি জ্যোতিৰ্ম্ময়ীর ব্যায়াম-সমিতির মেম্বার, ইংরাজ ফিরিঙ্গি দেখিয়া সে দমিবার পাত্র