পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরনারী করষোড়ে উদ্ধৃষ্টি হইয়া আছে ; কতরে বন্দনা করিতেছে তাহার কাহাঁকে ? জ্যোতিৰ্ম্মন্ত্রী সেই দিকে দৃষ্টিপাত করিয়া দেখিল, মুরঞ্জিত আকাশ সাগর-তলে অপূৰ্ব্ব আলোক-তরুণী-আরূঢ়া এক শাস্তিরূপ স্মিতবদন দেবী । নয়নে তাহার প্রেমকরুণ দৃষ্টি, হস্তে সাম্য ক্ষেপণী! সবিস্ময়ে জ্যোতিশ্বৰী জিজ্ঞাসা করিল, কে ও অপরূপ ছটাময়া মূৰ্ত্তি । ऊंखन्न श्हेछ, '८म्हन्दी विञ्चिो ...” “দেবী বিচিত্র ! কে তিনি ?” "তিনি বিশ্বমাতা সাম্যমৈত্রী, ভবিষ্যৎযুগের অধিষ্ঠাত্রী দেবী।" জ্যোতিৰ্ম্ময়ী বিস্ময়ে নীরব হইল, সহসা সহস্র কণ্ঠে বন্দনা-গীতি উঠিল - প্রণাম করি, তোমায় প্রণাম করি, -- দেবি বিচিত্র, জননী, মিএl, নিখিলকালে বাহ সাম্য তরী, প্রণাম করি। একি রূপ তব ! ও কি যুগ নব ! একি বৈভব— আহ মরি,—প্ৰণাম করি । কিবা সম্প্রীতি, কিবা সন্নীতি— কিবা শুভগীতি উঠে দিক ভরি,-প্ৰণাম করি । 景 兴 বিচিত্র Sđđ জ্যোতিৰ্ম্ময় জাগিয়া উঠিল । সে কি স্বপ্ন ? দেখিতেছিল ? কি স্বপ্ন মনে করিতে চেষ্টা করিল –কিন্তু পারিল না। শয্য-ভাগ করিয়া বালিকা বাস্তানে আসিয়া দাড়াইল,-পূৰ্ব্বাকাশ তখন অরুণরাগে রক্তিম হইয়া উঠিয়াছে ; সেই দিকে দৃষ্টিস্থাপন করিতেই সহসা তাহার কণ্ঠে মৃদ্ধ গুঞ্জনে क्षनिष्ठ श्ञ खेटैिल আহা মরি মরি, – তোমায় প্রণাম করি । আপনার গানে সে আপনি অবাক হইয়। গেল । জাগবিত অবস্থায় আবার তাহণর মনে প্রশ্নোদয় হইল -“সে তুমি কে ? কাগকে প্রণাম করিব ?” অন্তর্যামী সেই *ৰিচিত্র। দেবীকে ৷” "কে সে বিচিত্র। " “সাম্যমৈত্রীর অধীশ্বরা দেবী " "সত্যই কি সে বা অধিতেছে । অথবা ইহা একইরূপ উত্তর দিল— আমার কল্পনা ! স্বপ্নমাত্র ? 4 थtर्श्वग्न श्राद्र ८$न खे84 तनिtठ পাইল না । ইতি প্রথম খণ্ড