পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৮ কিরূপ অমুখ-চাঞ্চল্য রাজকন্যার মন দিয়া বহিস্থা গেল।—ইহা কি ঈর্ষার আন্দোলন ? জ্যোতিৰ্ম্ময়ী বলিলেন, “বিয়ে হয় নি বোধ হয় তার ?”

  • ন । কোন বরকেই যে তার ধাপমার মনে ধরে না । যা হ’ক, এ বার শুনছি একটি মনের মত পেয়েছেন, সম্বন্ধ চলছে তার সঙ্গে ।”
  • কে সে ভাগ্যবান ?” জ্যোতিৰ্ম্ময়ীর বক্ষে শোণিতপ্রবাহ সহসা বন্ধ হইয়া গেল--এই প্রশ্নের উত্তরে শরৎকুমারের নাম শুনিবার জন্ত তিনি অপেক্ষা করিয়া রছিলেন। কুন্দ বলিল, “তিনি আপনাদেরই আত্মীয়, বিজনকুমার রায় ।”

বালিকায় রুদ্ধনিশ্বাস ধীরে ধীরে মুক্তি লাভ করিল, - সে হাসিয়া কহিল, “ত্তা বেশ, মন্দ হয় না ! আমি বরণ ক'ৱে ক’নেকে ঘরে তুলে নেব । তোমাদের হাসি, ডাক্তণয়দা’র কে হন কুনদিদি ?” “জানিনে ঠিক, একটা দূর সম্পর্ক থাকতে পারে। কই তার কথা ত হাসির কাছে কখনো শুনি নি । তবে আমার সঙ্গে হাসির দেথা শুনা খুব কমই হয়, বেণী কথা ক'বার অবসরই ঘটে না ।” "সম্বন্ধের কথা কার কাছে শুনলে ?” কে জানে, কেন জ্যোতিৰ্ম্ময়ীর মন বলিতেছিল-- *খবরটা ঠিক নয় ।” কুন্দ কয়েকখানা কাপড় ও জ্যাকেটের স্বট মিলাইতে মিলাইতে বলিল— “ও কথা অবশ্য হাসির কাছে শুনি নি। বিদায় নিতে যাবার সময় দিদিমা বলেছিলেন । বিকালের জন্ত কোন কাপড়থান রাগব রাজকুমারি ” “দেখ কুন্দদিদি, কতবার তোমাকে বলেছি, ও কথা আমাকে জিজ্ঞাসা ক’র না, তোমার যেখান! ইচ্ছে —* “না না বলতে হবে, কোস্থান য়াখব।” “আচ্ছা, শাদা রঙের যা হয় একখানা ब्रांथं ।* "রাজা বাহাদুর কিন্তু রঙিন কাপড়ই পছন্দ করেন ৷” “তবে তাই রাখ ” “ফিকে নীল বা গোলাপী কি দেব ?” “তোমার সঙ্গে আর পারা যার না— আচ্ছা, দৗলই রাখ। চিঠিখান পড়েছ কুনদিদি ?” “मां । धड़िब्र मांशां श्रांङ्ग--* "ंगं श्:१ ५५न ; fँश्ां िचit ofनि श्रु। । স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী কলকাতায় গিয়ে সৰ্ব্বাগ্রে এবার তোমার হাসির সঙ্গেই দেখা করব ।” “তখন সে তোমারও হালি হয়ে যাবে।” “মতির মালা ও ব্রেসলেট জোড়াই তা হ’লে বার ক’রে রাখছি। অন্ত কিছু ত তুমি পরতে ভাল বাস না ।” এ কথার কোন উত্তর না দিয়া জ্যোতিৰ্ম্মী হাসির চিঠিখানা বাড়াইয়! ধরিয়া বলিলেন, “এই নেও 1* কুন্দ নিকটে আসিয়া পত্ৰখানা লইয়া তাহাতে নেত্রপাত করিল। জ্যোতিৰ্ম্ময়ী বলিলেন, “চেচিয়ে পড় না কুন্দদিদি ” কুন্দ পড়িতে লাগিল— সম্মাননীয় রাজকুমারি— আপনার সহিত আমার চাক্ষুষ অlলাপ নাই, কিন্তু আপনার গুণের কথা এত শুনিতে পাই যে, না দেখিয়াও আপনাকে ভাল বাসিরছি । আপনাকে বড় দেখিতে ইচ্ছা করে । যখন কলিকাতায় আসিবেন, একবার দেখা দেন ত পরমানন্দ লাভ করিব। সত্য কথা বলিতেছি, বিশ্বাস করিবেন। ইচ্ছা করে আপনার নিকট আমিও দেশব্রতমন্ত্র গ্ৰহণ করি, আমার শক্তি অতি সামান্ত, কিন্তু আপনার মত গুরুর উপদেশে সেই ক্ষুদ্র শক্তিও সার্থক হইয়া উঠিতে পারে। আপনি বয়সে ছোট হইয়াও জ্ঞান-বুদ্ধিতে আমার অনেক বড়, তাই পরিপূর্ণ প্রতিভক্তি ভরে আপনাকে নমস্কার করিতেছি, অামাকে ছোট বোন বলিয়াই মনে করিবেন । আপনার গুণমুগ্ধা ভগিনী শ্ৰীমুগুণ। দেবী - শর-দণ যদি এখনো সেখানে থাকেন ত অামার নমস্কার দিবেন । চিঠিখানি পড়া হইলে কুন্দ তাছা রাজকন্যাকে ফিরাইয়া দিয়া কহিল, “মুনার লিখেছে, চিঠিখানি পড়ে যেন ঠিক চোখের উপর তাকে দেখতে পাচ্ছি।” “ভাষার ঘনঘটা নেই এইটে আমার বড় ভাল লেগেছে ।” “কেবল তাই কি ? চিঠিখানি আগাগোড়া আস্তরিক শ্রদ্ধার ভাবে পূর্ণ, সেইটেই আমার বেশী ভাল লাগছে ।" "uहे थका निtा-लिबिहे चांगांब अंक अक्{ शृङ्गितःि ।।'