পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૦b' উঠিয়া বসিয়া বলিলেন, “তোমাকে জাগিয়ে দিলুম কুন্দদিদি ?” “ন রাজকুমারি, আমারও ঘুম হচ্ছে না, গানটি ভাল ক’রে গাও না ভাই, শুনি !” “না কুনদিদি, কি হবে গেয়ে ? গানে ত আমার বাসনা পূর্ণ হবে না।” কুন্দ বুঝিল কতখানি নৈরাঙ্গে তাহার মৰ্ম্মদাহ হইতেছে। সে কহিল, “একটি কথা বলব রাজকুমারি ? কিছু মনে করবে না ?” “বল ভাই, বল! কিছুতে আর কিছু মনে করব না, মনে করবার বলটুকুও হারিরেছি।” কুন্দ ব্যথিতচিত্তে কহিল, “আমরা যে পথে মুক্তি চাচ্ছি, সে পথে দেশের মুক্তি নেই রাজকুমারী।” “বল দিদি, কোন পথ ধরব তবে ?” “আমরা জানিনে সে পথ । আমরা অন্ধ, গুরু সে পথ দেখিয়ে দিতে পারেন । গুরুর ইঙ্গিতে অামাদের চলতে হবে ।" জ্যোতিৰ্ম্ময়ীর ক্ষুব্ধ বায়ু-তরঙ্গিত অশান্ত-হৃদয়ের উপর দিয়া সহসা আশার মৃদ্ধহিল্লেীল বহিয়া গেল,— তিনি শাস্তভাবে কছিলেন, “তেমন গুরু কোথায় ?” উত্তর হইল—“আছেন, আছেন " *পেয়েছ তুমি ?” *পেয়েছি।” “আমিও কি পাব ?” "নিশ্চয়--- নিশ্চয় । অস্তর থেকে যে যাহা প্রার্থনা করে—ভগবান তাকে তা মিলিয়ে দেনষ্ট দেন ।” “কলে পাব ?” স্বর্ণকুমারী দেবীর গ্রন্থালী “তিনি শীঘ্র এখানে আসবেন। তিনিও এই পথের পথিক । “কোন পথের পথিক ?” *দেশ-উদ্ধার তাদের ব্রত। তার পথ চিনেছেন —তাদের নেতৃত্বে আমরাও পথ পাব ।” অধীর বালিকা নিজের শষ্য| ত্যাগ করিয়া কুন্দের শয্যায় আসিয়া আবেগভরে জিজ্ঞাসা করিল, “ঠিক বলুছ কুনদিদি ? বাসনা সফল হবে আমার ? পারব আমি—পারব—আপনাকে দিতে পারব ?” বালিকা অণর পারিলেন ন!—তাহার হৃদয়ের বিপ্লব অশ্রধারে উথলিয়া উঠিল,---কুন্দের পাশে গুইয়া তিনি রোদন করিতে লাগিলেন। কুন্দ রাজকুমারীর বাক্যের মৰ্ম্ম, অশ্রুধারার অর্থ ঠিক বুঝিল না, সঙ্গেহে মাতার স্তায় তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে র্তাহার প্রশ্নের উত্তরে আবার সে কহিল, “নিশ্চয়, নিশ্চয়,—আশ্বস্ত হও রাজকুমারী।” রাজকুমারীর অশ্র-স্তিমিতলোচনে ধীরে ধীরে পূৰ্ব্বেয় স্বপ্নদৃষ্ট দেবীমূৰ্ত্তি বিভাসিত হইয়। উঠিলেন। জ্যোতিৰ্ম্ময়ী বিস্ময়-আকুল ভাবে তাছাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি ! তুমি মাত সাম্য-মৈত্রীর অধীশ্বরী, দেবী বিচিত্র ৫ বল, বল দেবী, সে দিন কি আবার আসিবে ? তোমার অরুণ চরণ-স্পর্শে তারতভাগ্য-গগন পুনরার কি পুণ্যপ্রভাত-মহিমায় সমুজ্জ্বল হইয়া উঠিবে ?” * দেবী মৃদু হাসি হাসিয়া অন্তৰ্দ্ধান হইলেন – স্বপ্নলীন হইয়া পড়িল বালিকার স্বলপ্ৰবাণী । বিচিত্রার পরিসমাপ্তি