পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা-পরিজাতহার ক্ষণিক ভুলে কবির ক্ষণিক ভুলেলেখাত্তর তার পাতাটি খাতার লুটায় তরুর মূলে। ফুলের পাপড়ি কালির অাথর হেরি, হাসিয়া ঢলিয়া छूद्र वैकोहेब्र বলে—“কি রূপেরি ছিরি * সুগম্ভীর স্বরে খাতার জাখর পাতার কুসুমে কয়— উপর হইতে

  • হেস না, হেস না, গরবিলি এত—

গরব ভাল ত নয় । দু’দণ্ডের রূপ চেয়ে না দেখিতে চকিতে তোমার ঝরে ; তখন, বল ত গুণ-কীৰ্ত্তনে কে রাখে অমর ক’রে ?” "डूबि ८गहे छन ! পেকু দরশন— ভাগ্য আমার ভাল ;”— নমি বলে ফুল, বিশ্বয়ে আকুল

  • কালো যে জগৎ-আলো ।”

নমামি ত্বাং মিশ্র-বেহাগ—কাশ্মীরী খেমটা । নমামি স্বাং ভারতি, হৃদয়-কমলদলবাসিনি । নমামি ত্বাং বাণি, রাগ-রাগিণী-বিকাশিনি । নমামি জ্বাং নন্দননন্দিতাং স্বরনরবন্দিতাং বীণাপাণি। তব প্রেম-পরশরস-রাগে— পুলকিত, মোহিত চিত নিত জাগে— গীত অনুরাগে ; নমামি বাগবাদিনী সরস্বতি । ভক্তচিত্তে দিব্যজ্যোতির্বিভাসিনী । সত্যেন্দ্র কবির আমর-প্রয়াণ ۹ গুরু গুরু গর্জনে বারি-ধারা বহে, কি জানি প্রমত্ত ত্বানে কি কথা সে কহে। এমন বর্ষণ-ক্ষণে, বিরহী যক্ষের মনে, যে ছন্দ উঠিল জাগি তাহ ত এ নহে । R উন্মত্ত মাতন এ যে ভৈরব-নৰ্ত্তন, বিশ্ব-বীণা-যন্ত্র-তন্ত্রে ঝঙ্কত প্লাবন । মুর্ছনায় মুছনায়, বিদ্যুৎ চমকি যায়, অশনি-মৃদঙ্গ-তালে চলে প্রভঞ্জন। ومه গাছে গাছে উন্মাদন-শিহরণ দোলা, তরঙ্গিণী রঙ্গ-ভঙ্গে নটী চঞ্চল। মেঘে মেঘে কোলাকুলি, শিখী নাচে পুচ্ছ তুলি, নৃত্য-শ্ৰান্ত দিগভ্রান্ত আষাঢ়াস্ত বেলা । &B সহসা পশ্চিম নভে আরক্তিম রবি, স্তন্ধ বরষার মৃত্য ! স্তন্ধ দিকৃছবি ! ৰু ধূচিত জলে তীরে, নর-নারী ভাসে নীরে, মর্ত্য ত্যজি স্বৰ্গধামে চলেছেন কবি ।