পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা-পরিজাতহীর সত্যেন্দ্র-স্মৃতি বিলাপ কাকলী-হীন, অশ্রু-হীন হোক— . . তবু এ যে বুক-ফাটা জ্বালাময় শোক । সত্য আর সত্য নাই । কি কথা শোনালে, ভাই ? আপনার হ’ভে সে যে আপনার লোক ! W. ལ་ཧྲེ༤ ছিল না সে এক মোর, ছিল বিশ্বজন ; – যখনি ডেকেছি তবু পেয়েছি দৰ্শন ! আজ এ ব্যাকুল ডাকে আকুল না করে তাকে । এ দুঃখ হায় রে প্রাণে বড় অসহন ! 、少 কি সুন্দর নম্র-মুৰ্ত্তি প্রশান্ত আনন। সত্যে ধ্রুবচিত্ত, প্রীতি-প্রফুল্ল নয়ন ! হাসিমাখা ওষ্ঠাধরে ধীর স্নিগ্ধ বাক্য ঝরে ; লভিলে প্রশংসা তা’র—সার্থক রচন । 乏主 আজি ধরিয়াছি গান দুঃখ-মন্ত্র মুরে ; কোথা তুমি ? শুনিছ কি দাড়াইল দূরে ? আমার হৃদয় হায় ! তৃপ্তি নাহি মানে তায় ? দরশ-হরফ লাগি পরাণ ষে ঝুরে ! മ ছেড়ে গেছে সত্য ; আজি অমৰ্ত্ত্যের তুমি ! হাহাকারে ভ'রে গেছে সারা বঙ্গ-ভূমি ! স্তন্ত-মুধ চাপি বুকে বাণী-মাতা মৌন মুথে— কাতরে নাড়েন তব ছন্দ-কুমঝুমি ! وكان " তব স্কৃতি তব প্রীতি হে কাব্য-প্রেমিক ! অমূৰ্ত্ত মূৰ্ত্তিতে আজি ছেয়েছে চৌদিক ! তোমার কবিত্ব-রসে— ত্রিকালে বেঁধেছে যশে— মৃত্যুঞ্জয় তুমি ওহে কবি পৌরাণিক ? כי এখনো ত নাহি এল পারের পিতম নেয়ে ! छप्लो कुद्ध Cडौंड]] छfम्न নিয়ে চল খেয়া বেয়ে ! ঐ যে গো আঘাটায়, সারণবেলা অপিথায় ব’সে অাছে স্নান মুখে দাঙ্কু মোর কচি-মেয়ে ! রবি ঐ ডোবে ডোবে— রাখাল ফিরিছে গেয়ে, अब्बां रुद्ध भग्न कद्र চল জোরে জোরে বেয়ে ! షి ওর যে কেহই নাই, হায় দাদা আমি ছাড়া ! যখন দুধের মেয়ে তখন মা-বাপ-হারা । নাহি যাব যতক্ষণ, থাবে না ত তত্তক্ষণ থালে বাড়া তপ্ত ভগত হয়ে যাবে পাস্তা পারা । সাঝের দ্বীপটি জেলে রহিবে সে পথ চেয়ে । চল ভাই দয়া কর— চল জোরে জোরে বেয়ে ! (نیہ জামিস্ ত তোরেও সে কত ভালবাসে ভোলা । ভোলে না দেখিলে কভু দিতে মুড়ি ভাজা-ছোল । ঐ কি উঠিছে ধ্বনি বড় যে প্রমাদ গণি ! সমুখের গ্রামখানি ধোয়ায় দেখি ৰে ঘোলা ! ঐ বুঝি ঝড় আসে । কাদে বাছা ভয় পেয়ে, छण छांहें अब्र कब्र চল চল জোরে বেরে। ২৫৭ খেয়াযাত্রীর শেষ কথা