পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন-রাত্রি মিঃ রে বলিলেন,—“এখন দেখছি সেটা অনুচিত হয়েছে । গত বারে ডাক্তার সি এসে অসন্তোষ প্রকাশ ক’রে ব’লে গেছেন যে, ওর অস্ত্রচিকিৎসার জ্ঞান কিছুমাত্র নেই—ওর হাতে এ case রাখলে শীঘ্র ত তিনি আরাম হবেনই না এবং আরাম হবার পরও ভবিষ্যতে খোড়া হ’য়ে থাকৃতে পারেন। অতএব তিনি চান এমন এক জন সুযোগ্য এ্যাসিষ্টাণ্ট ডাক্তার, তার এক দিন আসতে বিলম্ব হ’লেও যার উপর তিনি সম্পূর্ণ নিভর করতে পারেন।” "তিনি কারে নাম বলেন ?” "প্রসাদপুররাজকে এ অঞ্চলে চিকিৎসা করতে এসে, তিনি সে সময়ে যাকে assistant পেয়েছিলেন, তার উপরই ডাক্তারের বেশী পোক । তাকে আনাবার জন্য তিনি রাজাকে একথান চিঠিও দিয়েছিলেন ; সে চিঠির উত্তরে রাজা লিখেছেন যে, ডাক্তার শরৎকুমার রায় এখন প্রসাদপুররাজবাড়ীতেই আছেন । তাকে বলেই তিনি খুদা হয়েই এ কেস’ নেবেন, আর রাজা ও এজষ্ঠ তাকে লিখেছেন । রাজার চিঠিখানি পড়ে আমি খুবই inpressed one thankful of " ম্যাজিষ্ট্রেট বলিয়া উঠিলেন,- “Thankful ! for what y Nonsense solo 3solfafał জন্তহ ওরা অামাদের প্রসন্ন রাখতে চাপ । এতে আমরা thankful হ’তে যাব কেন ? সে না হ’ক, এই বদমায়েস্ অ্যানাকষ্টটাই বুঝি ডাক্তার ‘সি’র সেই favourite " “ঠিক তাই । এর উপর তার অগাধ বিশ্বাস । তাই বন্দীকে দেখে আমি দৈবানুগ্রহ অনুভব করছি । কাল ডাক্তার আসবেন ; আমি কি সে সময় একেও consultation q; GS (vits off ?” এ প্রস্তাবে ম্যাজিষ্ট্রেট সাহেব” মনে মনে বিরক্ত বোধ করিলেন ; কিন্তু তবুও ত এ অনুরোধ অগ্রাহ করিতে পারেন না,– অগ্রাহ করিবার ক্ষমতাও তাহার নাই। প্রকৃত পক্ষে ম্যাজিপ্লেট এখন হইতে মিঃ রেই–ভদ্রতার খাতিরে তিনি তাহার অনুমতি চাহিতেছেন মাত্র । মনরো নরম ভাবেই উত্তরে কছিলেন,—“বেশ ত এর ডাক্তারা যদি তোমার কাষে লাগে সে ত ভালই ; আমিও তাতে খুব মুখাই হব। তবে সুযোগ্য ডাক্তার হ'লেও critzÈi cą "Dengerous criminal”—sta žitar ব্যবহার কালে এ কথাটা ভুলো না ।” সেই রাত্রিতেই ম্যাজিষ্ট্রেট-—শরৎকুমারের জবানবন্দী হইতে রাশি রাশি প্রমাণ প্রয়োগপুৰ্ব্বক ዓy তাহাকে বিদ্রোহী সাব্যস্ত কবিয়া দায়রায় সোপার্থ করিলেন এবং জজের বিচার-নিম্পত্তি পৰ্য্যস্ত র্তাহাকে "সেল’বন্দী করিয়া রাখিতে হুকুম দিলেন। বিদ্রোহিদলের নেতা রাজকে এই অভিযোগে গ্রেপ্তার করিয়া আনিবার জন্য ও পরোরানা বাহির হইল । সপ্তবিংশ পরিচ্ছেদ একে ত দুষ্ট ম্যাজিষ্ট্রেটে প্রকৃতিগত মিল বড় একটা ছিল ন! ; দ্বিতীয়তঃ, এ দেশে আসিয়া স্বর্থবুদ্ধিপূর্ণ আবহাওয়ার গুণে ভিন্নপ্রকৃতির ইংরাজ ক্রমশ: যেরূপ বেমালুম এক হঠস পড়েন, এরূপ রূপান্তরিত হইবার সুযোগ : মি: রে৷ এ পর্য্যন্ত পান নাই। ইনি নবাগত I. C. s. অল্পদিনমাত্র ভারতবর্ষের মাটীতে পী দিয়াছেন এবং মি: কাউডেনের অধীনে প্রথম কাৰ্য্য আরও করায়- মহত্তপ অদশেরই ছাপ ইহার মনের উপর আসিয়া পড়িয়ছে । অতএব মি: রো ভারত বাসাকে এখনও মিথ্য ব1দী, অসভ্য, বদর বলিয়া সুণ করেন না ; বাঙ্গালী যে কেহ কার্য্যোপলক্ষে তাইব সংসবে আইসে,তাহাকে মনুমৃে|চিত ব্যবহাবদ নেই সম্মানিত করেন, বিচার সম্বন্ধেও বৃটিশ প্রেষ্টিজ ইনি বক্ষা করিয়াছেন, ক্টনি নিরপেক্ষ বিচারক । পুলিস হহাকে ভর করে— তাই1র সাজান মামলা মোকদনা ইহার নিকট অসিলে। প্রায়ই ফাসিয়া যায় । সৰ্ব্বোপরি ম্যাজিপ্লেটের স্বনাম— ইহার তৃত্যবৰ্গ প্রভুর ভয়ে গরীবদের নিকট হইতে অযথা ভেট আদায় করিতে অর্থাৎ ঘুষ লইতে সাহস পায় না । 臀 আসল কথা এই, 1ম: য়ো বৃদি জানিতে পারিতেন, তাহার কোন ভূত্য ঘুণ লষ্টয়াছে, তবে সে ক্ষম পাইত না । বাeণ্যভরে একটিমাত্র দৃষ্টান্ত निtश्न १ि०ifभ । সে দিন মিসেস্ রো তাহার সঙ্গে ছিলেন না— মি: রে প্রাতঃকালে একাকী অশ্বারোহণে নিকটস্থ একটি গ্রাম্য স্কুল পলিদর্শেনে গিয়াছিলেন ; ফিরিবার সময় দেখিলেন—এক জন স্ত্রীলোক মাঠের ধারের অশ্বপ বৃক্ষমূলে বসিয়া কাদিতে কাদিতে চীৎকার করিয়া কি বলিতেছে । সে ম্যাজিষ্ট্রেট ‘সাহেবকেই অভিশাপ প্রদান করিতেছিল। তাঙ্গার পাশে দুষ্ট চারিখান। আখের গোছা পড়িলt fছল এবং নিকটে এক চন মুসলমান চাষী দ। &াষ্টয় তাহীকে প্রবোধ